Surya Gochar 2024 : সংক্রান্তিতে সূর্য বৃশ্চিকে, জিলিপের মতো প্যাঁচে ধরবে সমস্যা, ৩ রাশি থাকুন ভীষণ সাবধানে

জ্যোতিষী অনীশ ব্যাসের ব্যাখ্যা  অনুসারে, সূর্য এবং শনির মধ্যে সম্পর্ক খুব একটা মধুর নয়। তাই একে অপরের সরাসরি দৃষ্টি শুভ নাও হতে পারে কারও কারও ক্ষেত্রে। 

Continues below advertisement

শনি শুক্রবারই প্রত্যক্ষ গতিতে এসেছে। অর্থাৎ কুম্ভ রাশিতে থেকেই শনি এখন প্রত্যক্ষ গতিতে চলবেন। এই পরিস্থিতি অনেক রাশির পক্ষে সুখকর। এদিকে  পুরাণ মতে শনির পিতা সূর্যর আজ রাশি পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি সংক্রান্তিতেই রাশি বদলান সূর্য। আর শনিবার কার্তিক সংক্রান্তি। 

Continues below advertisement

শনিবার বৃশ্চিক রাশিতে গমন করছেন সূর্যদেব। এই পরিবর্তন সব রাশির জন্য শুভ হবে না। এর কারণ হল শনি এখন সূর্যের দিকেই সরাসরি দৃষ্টিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে সূর্যের ট্রানজিট অনেক রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্যোতিষী অনীশ ব্যাসের ব্যাখ্যা  অনুসারে, সূর্য এবং শনির মধ্যে সম্পর্ক খুব একটা মধুর নয়। তাই একে অপরের সরাসরি দৃষ্টি শুভ নাও হতে পারে কারও কারও ক্ষেত্রে। 

জ্যোতিষদের মতানুসারে, সূর্যের রাশির পরিবর্তন কিছু রাশির জন্য ঝামেলাপূর্ণ হবে। এই সময়ে, অর্থনৈতিক বিষয়ে সমস্যা আসতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে। কোন কোন রাশি সূর্যের রাশি পরিবর্তনে সমস্যায় থাকতে পারে, জেনে নেওয়া দরকার।  

সূর্যের গমনের জন্য মেষ রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর জেরে পারিবারিক সম্পর্কের অবনতি হবে। কাছের সম্পর্কের মধ্যে কলহ দেখা দেবে। এই সময় যে কোনও বিনিয়োগ করার আগে বুদ্ধা খাটাতে হবে। মেষ রাশির জাতকদের গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।  এই সময়ে কোনও গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করাই ঠিক হবে। 

সূর্যের এই রাশি পরিবর্তনে বৃষ রাশিতেও নেতিবাচক প্রভাব থাকবে। বৃষ রাশির জাতকদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারেন সূর্য। তাই বৃষ রাশির জাতকদের এই সময়ে খাদ্যাভ্যাসের প্রতি খেয়াল রাখতে হবে। পারিবারিক পরিবেশও  শান্ত থাকবে না।  সঙ্গীর সাথে তর্ক হতে পারে। সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করার জন্য  স্বাস্থ্য এবং সম্পর্ক উভয় ক্ষেত্রেই অবনতি হতে পারে। চাকুরীজীবীরাও অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন। এমতাবস্থায় এ সময় ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করতে হবে।

সূর্যের রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।  চাকুরিজীবীদের এই সময়ে আরও সতর্ক হওয়া উচিত । চাকরি পরিবর্তনের চিন্তা আপাতত স্থগিত করা উচিত।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola