Surya Gochar 2025: সূর্যের গোচর প্রতি মাসে হয়, তবে বছরে সূর্যের দুটি রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হল মকর রাশিতে সূর্যের প্রবেশ, যা মকর সংক্রান্তি নামে পরিচিত। এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয় বলে বিশ্বাস। দ্বিতীয়টি হল সূর্যের কর্কট রাশিতে গোচর অর্থাৎ কর্কট সংক্রান্তি। এই দিন থেকে সূর্যের দক্ষিণায়ন কাল শুরু হয়। প্রায় ৬ মাস ধরে সূর্য দক্ষিণ দিকে গতি করে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কর্কট সংক্রান্তির দিনে করা ধর্মীয় কাজ, যেমন স্নান, দান, তর্পণ ইত্যাদির ফল দ্বিগুণ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখলে, সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপরই দেখা যায়, কারও ভাগ্য উজ্জ্বল হয়, কোনও কোনও রাশির ক্ষেত্রে আবার বিপদ সঙ্কেত বয়ে আনে। জেনে নেওয়া যাক, এ বছর সূর্যের কর্কট রাশিতে প্রবেশ কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল করবে।
সূর্যের কর্কট রাশিতে গোচর
১৬ জুলাই ২০২৫ তারিখে সন্ধ্যা ০৫:৪০ মিনিটে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এই দিন কর্কট সংক্রান্তি পালন করা হবে। এই দিন থেকে সূর্য দক্ষিণ দিকে গতি করবে।
সূর্যের কর্কটে গোচর এই রাশিদের দেবে লাভ
কর্কট রাশি - কর্কট রাশিতে সূর্যদেবের সঙ্গে বুধদেবের মিলন এই রাশির যোগাযোগকে আরও বেশি পোক্ত করে তুলবে। সম্পর্ক আরও ভালো হবে। আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে যা আপনার সম্পত্তি বাড়বে।
সিংহ রাশি - সূর্য এই রাশির দ্বাদশ ঘরে গোচর করবে। এর ফলে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। পারিবারিক পরিবেশ আনন্দপূর্ণ থাকবে। জীবন সঙ্গীর পদোন্নতি হতে পারে, পুরনো দেনা-পাওনা থেকে মুক্তি পাবেন। বস আপনার কাজে খুশি হবেন।
বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতকদের সূর্য গোচর সম্পত্তি থেকে মুনাফা দিতে পারে। ব্যবসার পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধর্মীয় কাজে আপনার মন প্রসন্ন থাকবে, নতুন কাজের সূচনার জন্য অর্থ সংগ্রহ করতে সফল হবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র - এবিপি লাইভ