সূর্যগ্রহণ ২০২৫: গ্রহণের সময় রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে সূর্য গ্রহণকেও অশুভ মনে করা হয়ে থাকে। ভারতে এই গ্রহণ দেখা না-দিলেও এর প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর। জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্য গ্রহণের অশুভ প্রভাবে তিন রাশির জাতকদের জীবন নানান সমস্যায় ঘিরবে।

Continues below advertisement

ভারতীয় সময়ানুসারে মহালয়ার দিনে অর্থাৎ ২১ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে ২৪ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ হবে। এটি আংশিক সূর্য গ্রহণ হতে চলেছে, যাতে চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ, আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে ভারতে সূর্য গ্রহণ দৃশ্যমান হবে না। তাই সূতককালও মান্য হবে না।

মেষ রাশি- সূর্য গ্রহণের প্রভাবে মেষ রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। এই রাশির জাতকদের আর্থিক লোকসান সম্ভব। অনাবশ্যক ব্যয় বৃদ্ধি পেতে পারে। অফিসে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, কারণ তাঁরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকরতে পারেন। ধীরগতিতে গাড়ি চালান ও ভিড় স্থানে যাবেন না। কোথাও অর্থ লগ্নি করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।                         

Continues below advertisement

 কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের কেরিয়ারে সমস্যা উৎপন্ন হতে পারে এবার। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। দৈনন্দিন কাজে বাধা উৎপন্ন হতে পারে। সন্তানের সঙ্গে মনোমালিন্য সম্ভব। অর্থ ও লগ্নির ক্ষেত্রে বড়সড় কোনও সিদ্ধান্ত নেবেন না। বাজেটের বাইরে অর্থ ব্যয় হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। এ সময় কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।

মীন রাশি- সূর্য গ্রহণের পর মীন রাশির জাতকরা মানসিক দিক দিয়ে অবসাদগ্রস্ত হবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আকস্মিক ব্যয় বৃদ্ধি সম্ভব। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করবেন না। ভেবেচিন্তে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করুন। অন্যের সঙ্গে সব কথা ভাগ করবেন না। কাজে মনোনিবেশ করতে হবে। টাকার কারণে আপনার কাজ ভেস্তে যেতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ সম্ভব।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।