কলকাতা: হিন্দু ধর্মে চৈত্র অমাবস্যার দিনটিকে খুব বিশেষ বলে মনে করা হয়। সোমবার যখন অমাবস্যা পড়ে তখন তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। চৈত্র অমাবস্যা ৮ এপ্রিল সোমবার এবং এই দিনে বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে। 


সোমবতী অমাবস্যার দিনটি ভগবান শিবের উপাসনা, পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করার জন্য বিশেষ। এছাড়া এই দিনে পিতৃদোষ দূর করার জন্য তর্পণ-শ্রাদ্ধও করা হয়। এবার সোমবতী অমাবস্যায় সূর্যগ্রহণের ঘটনা বিরল কাকতালীয় ঘটনা হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে, এই যোগ সমস্ত রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে। জেনে নেওয়া যাক সোমবতী অমাবস্যার সূর্যগ্রহণ কোন রাশিতে শুভ প্রভাব ফেলবে। 


বৃষ রাশি: সোমবতী অমাবস্যায় সূর্যগ্রহণের ঘটনাটি বৃষ রাশির জাতকদের জন্য শুভ সময়ের সূচনা করবে। এখন এই লোকেরা ভাগ্য পাবে। কাজে সাফল্য পাবেন। আর্থিক সুবিধা হবে। বাধা দূর হয়ে গেলে আপনি দারুণ স্বস্তি পাবেন। 


কন্যা রাশি: সোমবতী অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিরল সংমিশ্রণ কন্যা রাশির জাতকদের জন্য খুবই ভালো। এই লোকেদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টি শুভ। অবিবাহিত ব্যক্তিরা বিয়ে করতে পারেন। প্রেম জীবন ভালো যাবে। 


তুলা রাশি: এই সূর্যগ্রহণ তুলা রাশির জাতকদের জন্য বিশাল সুবিধা দিতে পারে। এখন পর্যন্ত যে কাজগুলো অমীমাংসিত ছিল সেগুলো দ্রুত গতিতে শুরু হবে। আপনার মন খুশি থাকবে। ভাগ্য আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে। নতুন চাকরি পাবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। 


মকর রাশি: সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা মকর রাশির জাতকদের উপর শুভ প্রভাব ফেলবে। অর্থ প্রবাহের নতুন পথ তৈরি হবে। অপ্রত্যাশিত সুবিধা হতে পারে। কর্মজীবনে অগ্রগতি হবে। নতুন চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনার চিন্তাভাবনা ইতিবাচক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা ভালো ফল পাবেন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে