SSC CGL Tier 1 Exam Date: গতকাল ভারতের স্টাফ সিলেকশন কমিশন ২০২৪ সালের এসএসসি সিজিএল টায়ার ১ পরীক্ষার (SSC CGL Exam Tier 1) সূচি প্রকাশ করেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তারা এর সময়সূচি এবারে দেখে নিতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে এই পরীক্ষার সম্পূর্ণ তারিখ ও সময় জানতে পারবেন পরীক্ষার্থীরা।


এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের অধীনে ১৭ হাজার ৭২৭ জন কর্মী কাজ পাবেন। ২৪ জুন থেকে শুরু হয়েছিল এই পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ২৭ জুলাই পর্যন্ত চলেছিল এই রেজিস্ট্রেশন। ১০ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত এই পরীক্ষার আবেদনের জন্য একটি কারেকশন উইন্ডোও খুলবে।


১ ঘণ্টার পরীক্ষা দিতে হবে SSC CGL 2024-এ


সারা দেশজুড়েই আয়োজিত হবে এই এসএসসি সিজিএলের পরীক্ষা। বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পরীক্ষাকেন্দ্র। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার হল টিকিটও পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে এই পরীক্ষা, চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সম্পূর্ণ পরীক্ষাটি হবে ১ ঘণ্টার।


SSC CGL 2024 পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে


এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে সারা দেশ জুড়ে আয়োজন করতে চলেছে এসএসসি সিজিএল ২০২৪ পরীক্ষা। এতে দুটি পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, তারপর হবে নথি যাচাই। ধারণা করা হচ্ছে টায়ার ২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।


স্টাফ সিলেকশন কমিশন এবারে ২০২৪ সালের সিজিএল পরীক্ষার মাধ্যমে মোট ১৭৭২৭টি পদে কর্মী নিয়োগ করবে। গ্রুপ সি ও গ্রুপ বি পদেই মূলত হবে এই নিয়োগ। কেন্দ্র সরকারের এই চাকরি পরীক্ষায় আবেদন করেন প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী। এই পরীক্ষায় পাশ করলে আপনি কেন্দ্র সরকারি দফতরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি পদে কাজ করার সুযোগ পাবেন প্রার্থী।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন:  NEET PG Admit Card: হল টিকিট জারি করল NBEMS, কোথায় পড়েছে নিট পিজির পরীক্ষাকেন্দ্র ?


Education Loan Information:

Calculate Education Loan EMI