কলকাতা : এবছর ৫৩ বছর বাদে রথযাত্রায় গঠিত হয়েছিল বিরল যোগ। রথযাত্রা পালিত হয়েছে ৭ জুলাই। সাতদিন পর পালিত হয় উল্টোরথ যাত্রা। ক্যালেন্ডার অনুযায়ী এই বিশেষ দিন পড়েছে আগামী ১৫ জুলাই। এই বিরল যোগের কারণেই গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিনই মাসির বাড়ি পৌঁছয়নি রথ। কিছুটা এগিয়ে বিরতি নিয়ে  সোমবার ফের শুরু হয় যাত্রা। শেষবার ১৯৭১ সালে ২ দিনের রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী। তাই এবার উল্টোরথও কিছুটা স্পেশাল। সোমবারের ঠিক আটদিন পর মঙ্গলে অর্থাৎ ১৬ জুলাই। এই দিন কয়েকটি বিশেষ শুভ সময় পাওয়া যাচ্ছে । সেদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িকে ফিরবেন জগন্নাথদেব। সঙ্গে ফিরবেন সুভদ্রাদেবী, বলভদ্র। আগামীকালই শ্রী মন্দিরের পথে গড়াতে শুরু করবে রথ। রাশিফল অনুসারে, এই বছর জগন্নাথের উল্টোরথ যাত্রায় লাভবান হতে পারে কয়েকটি রাশি। যেমন - 


মীন রাশি
মীন রাশির জাতকদেক এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে ।  সংকট মোচনের মন্ত্র জপ করুন ।   শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জহন্নাথ দেবের আশীর্বাদ থাকবে সঙ্গে। ঈশ্বরে মন ও সৎ কাজ সব বাধা দূর করে জীবন সহজ করতে পারে। 


তুলা রাশি 
এছাড়াও তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় হবে। আপনি হঠাৎ অর্থ লাভ করতে পারেন।  নতুন সম্পর্ক তৈরি হতে পারে।  অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে ।  শ্বশুরবাড়ি থেকে আনন্দের খবর আসবে।  যাঁরা  ব্যবসা করেন, তাঁদের ব্যাবসা প্রসারিত হবে। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। সময়টা স্বাস্থ্যের জন্য অনুকূল হবে।


মেষ রাশি 
মেষ রাশির ওপরও ভগবানের ভালবাসা বর্ষিত হবে। এদের আয় বাড়বে। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। পরিবার থেকেও সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে যাঁরা আছেন, তাঁদের জন্য সময়টি শুভ হবে। মনে সুখের অনুভূতি থাকবে। 


বৃষ রাশি 
রাশি যদি বৃষ হয় তবে , আপনি আপনার মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বসের  সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে।  


২০২৫ রথযাত্রা কবে- আগামী বছর ২০২৫ সালে রথযাত্রা শুরু হবে ২৭ জুন। উল্টোরথ সেবার হবে ৫ জুলাই।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।