কলকাতা : বাস্তুশাস্ত্র (Vastu Shastra) দুই ধরনের শক্তির উপর ভিত্তি করে- ইতিবাচক (Positive) এবং নেতিবাচক শক্তি। ইতিবাচক শক্তি জীবনে সুখ নিয়ে আসে এবং নেতিবাচক শক্তি জীবনে ঝামেলা ও বিভেদ তৈরি করে। বাস্তু অনুযায়ী ঘর না হলে বাস্তু দোষ হয়। জীবনের কিছু সমস্যা সংকেত দেয় যে, আপনার বাড়িতেও বাস্তু ত্রুটি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি জানতে পারবেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কি না।

Continues below advertisement

যখন কিছু খারাপ হয়-

আপনার করা কাজ যদি হঠাৎ খারাপ হয়ে যায় বা আপনি সাফল্য পাওয়ার মুখে গিয়েও ব্যর্থ হন, তবে এমন হতে পারে যে আপনার বাড়ির কেন্দ্রীয় অংশে কোনও ধরনের বাস্তু ত্রুটি রয়েছে। বাড়ির কেন্দ্রীয় অংশ হল ব্রহ্ম স্থান। তাই বাড়ির কেন্দ্রীয় অংশে কোনও ভারী জিনিস রাখবেন না এবং এখানে টয়লেট তৈরি করবেন না। কারণ এটি নেতিবাচক শক্তি বহন করে।

Continues below advertisement

আরও পড়ুন ; জন্মাষ্টমীর রাতে এগুলি করুন, জীবনে আসবে দীর্ঘস্থায়ী সুখ-সমৃদ্ধি ও খ্যাতি

আর্থিক সঞ্চয় হচ্ছে না-

কঠোর পরিশ্রমের পরেও, যদি আপনাকে সর্বদা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এমন হতে পারে যে আপনার বাড়িতে কোনও বাস্তু ত্রুটি রয়েছে। আপনি যদি লক্ষ লক্ষ চেষ্টা করেও টাকা সংগ্রহ করতে না পারেন, তবে আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বাস্তু ত্রুটি রয়েছে। এমন পরিস্থিতিতে আপনার বাড়ির প্রধান দরজা বা জানালার দিক পরিবর্তন করা উচিত।

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা-

যদি আপনার পরিবারের সদস্যরা প্রায়শই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন, তবে এটিও বাস্তু দোষের লক্ষণ। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ভুল বস্তু রাখলে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বাড়ির এই দিকটি খালি রাখুন।

এ প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর রাত ১২টার সময় বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করলে জীবনে নানা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে (জন্মাষ্টমী উপায়) গৃহীত ব্যবস্থা অবশ্যই সাফল্য আনবে।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)