কলকাতা : বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) প্রতিটি দিকের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তুতে উল্লেখিত আটটি দিক মেনে চললে আমাদের জীবনের গতিপথ বদলে যেতে পারে। সেই কারণেই আমরা গৃহ নির্মাণ হোক বা পুজো স্থল বা রান্নাঘর তৈরি করার সময় খুব সতর্ক থাকি। 


ঠিক সেভাবেই বাস্তু অনুসারে মহিলাদের কোন দিকে ঘুমানো উচিত তাও বলা হয়েছে। যাঁরা এই নিয়ম অনুসরণ করেন তাঁদের কর্মজীবনে কোনও বাধার সম্মুখীন হতে হয় না। সুখ, সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না। স্বাস্থ্যও ভাল থাকে। ঘুমানোর সময় মুখ ও পা কোন দিকে রাখা উচিত ?


মহিলাদের কোন দিকে পা রেখে শোওয়া উচিত (In which Direction Women Should Sleep) ?


উত্তর-দক্ষিণ- নারীদের বলা হয় ঘরের লক্ষ্মী। বাস্তুতে বলা হয়েছে, ঘুমানোর সময় মহিলাদের পা উত্তর দিকে এবং মাথা দক্ষিণ দিকে থাকা উচিত। এতে জীবন সুখের হয়। ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। ঘরে সুখ-সমৃদ্ধির কমতি হয় না।


পূর্ব-পশ্চিম- বিছানা উত্তর-দক্ষিণে রাখতে না পারলে পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমাতে হবে। সূর্যোদয় পূর্ব দিক থেকে হয়। এটি আপনার জীবনে ইতিবাচকতা বজায় রাখে। জ্ঞান বাড়ে। স্বাস্থ্য ভাল থাকবে।


কোন দিকে ঘুমানো উচিত নয় ?


পা কখনই পূর্ব বা দক্ষিণ দিকে করে ঘুমানো উচিত নয়, এভাবে ঘুমালে আপনি গুরুতর রোগে ভুগতে পারেন । মনে নেতিবাচক চিন্তা আসতে শুরু করে। মঙ্গল দোষ হতে পারে।


শোওয়ার সঠিক সময় ?


শাস্ত্র অনুসারে, প্রত্যেকের সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যোদয়ের পরে দেরি পর্যন্ত ঘুমাবেন না। এমনটা করলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। আর্থিক সমৃদ্ধি বন্ধ হয়ে যায়। সন্ধেয় ঘুমানো শুভ বলে মনে করা হয় না।


আরও পড়ুন ; রোম্যান্সে ভরে উঠবে দিন, ঘুরবে ভাগ্যের চাকাও ; নজরে মেষ-কন্যার বৃহস্পতিবারের রাশিফল


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।