Weekly Horoscope 10-16 June 2024: জুনের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে ১০ জুন থেকে থেকেই। । ১০ থেকে ১৬ জুন, এই ৭ টি দিন অনেকগুলি রাশির জন্য খুবই চ্যালেঞ্জিং হতে পারে। এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের বিচারে কয়েকটি রাশির সামনে আসতে পারে কঠিন সময়।  কোন রাশির জাতকদের নতুন সপ্তাহে সতর্ক থাকতে হবে, তা আগে থেকে জেনে রাখতে পারলে ভাল।  কয়েকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। নতুন সপ্তাহে এঁদের নতুন কাজ না শুরু করাই ভাল হবে।  জেনে নিন কোন রাশির জাতকদের এই সময়ে সাবধান হওয়া দরকার।


কন্যা রাশি 


কন্যা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি কঠিন হতে পারে। এই সপ্তাহে আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। প্রিয়জনেরসঙ্গে তর্ক হতে পারে। আপনার প্রতিপক্ষ আপনার দিকে কোনও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।  আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে সেই বহু চেনা শত্রুই। 


বৃশ্চিক রাশি 


নতুন সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য নানা সমস্যায় ভরে থাকবে। এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার পক্ষে যাবে না। সপ্তাহটিতে আপনাকে নানা কারণে দৌড় ঝাঁপ করতে হতে পারে। আপনি সারাদিনই  ব্যস্ত থাকবেন। আপনার কাজ আটকে যেতে পারে। পুরো সপ্তাহটিতে দম ফেলার সময় পাবেন না। তবে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। নিজের দিকে খেয়াল রাখতে হবে। 


তুলা রাশি 


তুলা রাশির জাতকদের নতুন সপ্তাহে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, যে কারণে আপনার সমস্যা বাড়তে পারে।  হঠাৎ কোনও কাজের জন্য চাপ অনুভব করতে পারেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।


কুম্ভ রাশি 


কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহটি ঝামেলায় পূর্ণ হতে পারে।  কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনি এই সপ্তাহে জীবনের বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিন, কোনও কাজে গাফিলতি করবেন না। 


আরও পড়ুন :


বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন মোদি মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য তালিকা 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে