মেষ রাশি

এই সপ্তাহে এমন কিছু কাজ করবেন, যা ভিড়ের মধ্যেও আলাদা করে চেনাবে আপনাকে। হাতে টাকা থাকবে। তেমন কোনও বড় খরচ নেই। পড়াশোনায় গা ছাড়া মনোভাব দেখা দিতে পারে। ব্যক্তিগত জীবনেও ওঠাপড়ার মুখোমুখি হতে পারেন। মূলত মন খুলে কথা না বলাই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই পরস্পরকে সময় দেওয়া জরুরি। আঘাত লাগলে অবহেলা করবেন না।

সপ্তাহের টিপ: নতুন দৃষ্টিভঙ্গিতে দেখুন জীবনকে।

বৃষ রাশি

আয় বাড়াতে আরও পরিশ্রমী হতে হবে। তাই বলে ভুল রাস্তা ধরবেন না। তাতে বিপদ আরও বাড়বে। ব্যবসার ক্ষেত্রে সাময়িক বাধা-বিপত্তি আসতে পারে। তাই বাস্তবায়িত করার আগে পরিকল্পনা নিয়ে ভাবুন বিশদে। চাকরি ক্ষেত্রে নতুন দিশার সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। বরং প্রেম বাড়বে। 

সপ্তাহের টিপ: সৎ থাকুন।

মিথুন রাশি

কাজের জায়গায় সুনাম বৃদ্ধি। ঊর্ধতন কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। দাম্পত্যজীবনে কলহ দেখা দিতে পারে। বিশেষ করে অহঙ্কারবোধ দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। সন্তানের শরীরের প্রতি যত্নবান হোন। ব্যক্তিগত খরচ বাড়বে।  অযথা খরচ বন্ধ করুন। নইলে অপ্রয়োজনীয় জিনিস কিনতেই মোটা টাকা খরচ হয়ে যাবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। 

সপ্তাহের টিপ: খরচে রাশ টানুন।

কর্কট রাশি

ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি কেমন হবে, তা এই সপ্তাহেই ঠিক হয়ে যাবে। হাতে টাকা আসবে। কাজে উৎসাহ পাবেন। কাজের জায়গায় ভাল সুযোগ আসতে পারে।  আইনি ঝামেলায় যুক্ত থাকলে স্বস্তির খবর আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি হতে পারে। দাম্পত্যে অর্থনৈতিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে। কিডনির সমস্যা ভোগাতে পারে। 

সপ্তাহের টিপ: পরিবারের সঙ্গে সময় কাটান।

সিংহ রাশি

কাজের জায়গায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয় থাকবেন আপনি। আয় বাড়ানোর পরিকল্পনা করুন। সাংসারিক খরচে রাশ টানুন। গাড়ি কেনার দিকে ঝুঁকতে পারেন। তবে কিছু কেনার আগে সবদিক বিবেচনা করুন আগে। শরীর চিন্তায় রাখতে পারে। আবার উৎকণ্ঠায় ভুগতে পারেন। ভাই-বোনের সঙ্গে ঝডগড়া হতে পারে।

সপ্তাহের টিপ: প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সতর্ক হোন।

কন্যা রাশি

মনের জোর এবং সাহসে ভর করে সব বাধা কাটিয়ে উঠবেন। উদ্ধাবনী চিন্তা মাথায় আসতে পারে। আফিসের রাজনীতি এড়িয়ে চলুন। এতে আপনারই মঙ্গল। সন্তান নিরাশ করতে পারে। প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা।

সপ্তাহের টিপ: অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন

তুলা রাশি

ঋণ নিয়ে আর বোঝা বাড়াবেন না। বিনিয়োগ করতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে বড় ক্ষতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি আত্মবিশ্বাসে ভরে থাকবে মন। পদোনন্তির সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সঙ্গে সময় কাটান। সমাজসেবা করুন। মানসিক ভাবে বিপর্যস্ত বোধ হতে পারে।

সপ্তাহের টিপ: ঋণ নেবেন না

বৃশ্চিক রাশি

বেড়াতে যাওয়ার পরিকল্পনায় টাকা বেরিয়ে যেতে পারে। পারিবারিক সম্পত্তি হাতে আসতে পারে। টাকা জমানোয় উৎসাহ পাবেন। মিডিয়া এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলে সাফল্যের সম্ভাবনা। বিখ্যাত ব্যক্তিত্বের মুখোমুখি হতে পারেন। ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে। পরিবারের লোকজন আপনার পরামর্শ নেবেন। অবিবাহিতদের জীবনে বিশেষ কাউকে দরকার হতে পারে। 

সপ্তাহের টিপ: বেড়াতে যাওয়ার পরিকল্পনা।

ধনু রাশি

ব্যবসায় লাভের সম্ভাবনা। সরকারি সংস্থা অথবা বেসরকারি সংস্থার সঙ্গে ব্যবসায় গেলে দীর্ঘমেয়াদি চুক্তি হতে পারে। কাজের জায়গায় নতুন সুযোগ। প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। রাগ নিয়ন্ত্রণ কার দরকার। টাকা-পয়সার ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

সপ্তাহের টিপ: ভুল বোঝাবুঝি মেটান।

মকর রাশি

সংযম বজায় রাখুন। কাজের জায়গায় সফল হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা কেরিয়ারের ক্ষেত্রে সহায়ক হবে। আত্মবিশ্বাস থাকবে মনে। তাতে সামাজিক এবং ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে। যাবতীয় মনোমালিন্য দূর করুন। দম্পতিদের জন্য সুখবর আসছে। 

সপ্তাহের টিপ: সংযম বজায় রাখুন।

কুম্ভ রাশি

কাজের সন্ধানে থাকলে ভাল সুযোগের সম্ভাবনা রয়েছে। যাঁরা কর্মরত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। বাড়িতে শান্তি বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটান। এই সময় ব্যবসা বাড়ানোর চিন্তা না করাই ভাল। অর্থনৈতিক সমস্যা দুশ্চিন্তায় ফেলতে পারে। খরচে রাশ টানুন। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিদেশে পড়াশোনার সুযোগ।

সপ্তাহের টিপ: ব্যবসা বাড়ানোর কথা ভাববেন না।

মীন রাশি

টাকা জমাতে সফল হবেন। ভাই-বোনের কাছ থেকে ভালবাসা, স্নেহ পাবেন। বড়রা টাকা-পয়সা দিয়েও সাহায্য করবেন। ব্যবসায়ীরা পরিকল্পনায় রদবদল ঘটনা। একটু অন্য ভবনা জরুরি। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি। ব্যক্তিগত জীবনের সমস্যা কেটে যাবে। দাম্পত্যজীবনে ছোটখাটো সমস্যা হতে পারে। কথা বলার বিনয়ী হোন। কোমর এবং পিঠের যন্ত্রণা ভোগাতে পারে।

সপ্তাহের টিপ: টাকা সঞ্চয় করুন।