ঝিলম করঞ্জাই, কলকাতা: ১৪ মে, ২০১৩! তামাম দুনিয়া জানল, জিনগত স্তন ক্যানসার (breast cancer) এড়াতে ডাবল ম্যাসটেকটমি (double mastectomy) করিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (angelina jolie)। সিদ্ধান্তটা ঠিক না ভুল? নানা মুনির নানা মত। স্তন ক্যানসার, নেপথ্যে জিনের কারিকুরি, ডাবল ম্যাসটেকটমি-এসবের গুরুত্ব ঠিকমতো বোঝার আগেই হইচই শুরু। 
১ জুলাই, ২০২২! আরও একটা হইচইয়ের দিন। এবার এসএসকেএমের (sskm) চিকিৎসকদের দুরন্ত সাফল্যে শোরগোল গোটা দেশে। কারণ স্তন ক্যানসারে (breast cancer)আক্রান্ত এক রোগিণীর দুটি স্তন (breasts) ও ডিম্বাশয় (ovary) বাদ দিয়ে নতুন করে স্তন পুনর্গঠন (breast reconstruction)করেছেন তাঁরা। যে প্রক্রিয়ায় পুরোটা হয়েছে, সরকারি ব্য়বস্থা তা এ দেশে (country)প্রথম। জটিল ও দুরূহ এই অপারেশনে এসএসকেএমের চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনে কর্মরত কয়েকজন ভারতীয় চিকিৎসকও।


কী হয়েছিল?
সাফল্যের অন্যতম কান্ডারি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, স্তনে ক্যানসার ধরা পড়ায় সেটি অপারেশনে রাজি হয়েছিলেন রোগিণী। তবে ভবিষ্যতে ফের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে অন্য স্তনটিও অপারেশনের সিদ্ধান্ত হয়। বাদ দেওয়া হয় দুই ডিম্বাশয়। চ্যালেঞ্জটা অবশ্য এখানেই শেষ নয়। 'অ্য়াসেলিউলার ডার্মাল ম্যাট্রিক্স' নামে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে ওই রোগিণীর স্তন পুনর্গঠন করে দেন চিকিৎসকরা। এ দেশ তো বটেই, গোটা উপমহাদেশে প্রথম এই পদ্ধতি ব্যবহার করে স্তন পুনর্গঠনে সাফল্য মিলেছে। ২০১০ সাল থেকে পশ্চিমি দুনিয়ার দেশগুলিতে এই পদ্ধতিতে স্তন পুনর্গঠন হয়। তবে ভারতে ডিজিসিআই হালেই 'অ্য়াসেলিউলার ডার্মাল ম্যাট্রিক্স' ব্যবহারে ছাড় দিয়েছে। সেই পদ্ধতি কাজে লাগিয়ে রেকর্ড গড়ল এসএসকেএম। পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের বাঙালি চিকিৎসক সুমোহন চট্টোপাধ্যায়। টিমে ছিলেন কেমব্রিজে কর্মরত চিকিৎসক অমিত আগরওয়ালও। 


জিন ও স্তন ক্যানসার


কিন্তু একটি স্তনে ক্যানসার হওয়ায় হঠাৎ দুটি স্তন ও ডিম্বাশয়ই বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? এ জন্য রোগটার গোড়ায় যাওয়া দরকার, জানাচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞরা। বেশিরভাগ জিনগত স্তন ক্য়ানসারের ক্ষেত্রেই দেখা যায় আক্রান্তের বিআরসিএ জিনে মিউটেশন বা কিছু রদবদল হয়েছে। ফলে স্রেফ চিকিৎসা করে স্তন ক্যানসার নিরাময় করলেই নিশ্চিন্ত হওয়ার জো থাকে না। যে কোনও মুহূর্তে ফিরতে পারে কর্কট রোগ, আশঙ্কা চিকিৎসকদের। তাই এই ধরনের মিউটেশন যাঁদের শরীরে পাওয়া যায় তাঁদের স্তন, ডিম্বাশয় এবং ফ্য়ালোপিয়ান টিউব বাদ দিলে ক্যানসারের ছোবল এড়ানো যায়। এসএসকেএমের এই রোগিণীর দেহেও বিআরসিএ-র মিউটেশন পাওয়া গিয়েছিল। তার পরেই অপারেশনের সিদ্ধান্ত। 
তবে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশের পর দেহের পরিবর্তন মানসিক ভাবে বিপর্যস্ত করতে পারে। এবার সেই লড়াইয়েও কিস্তিমাত এসএসকেএমের।


আরও পড়ুন:কোভিডে গত ২৪ ঘন্টায় ফের ৩ মৃত্যু ! জুনকে বহু পিছনে ফেলে লাগামছাড়া সংক্রমণ জুলাইয়ে