কলকাতা : উত্থান-পতন জীবনে লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। এ সপ্তাহটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে...
মেষ রাশি- এ সপ্তাহটা আপনার ভাল যাবে। চাকরি ও ব্যবসায় উন্নতির পাশাপাশি আর্থিক উপার্জনও হবে যথেষ্ট। খরচও হবে অনেক। কোর্ট-কাছারির টানাপোড়েন থেকে স্বস্তি মিলবে। সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
বৃষ রাশি- এ সপ্তাহে কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি কেরিয়ার ও ব্যবসায় কোনও বাধা আসছে, তাহলে এই সময়ে তা কেটে যাবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। বিবাহিত জীবন ভাল কাটবে। জীবনসঙ্গীর চাহিদাকে অবহেলা করবেন না।
মিথুন রাশি- এই সপ্তাহে আপনাকে ছোটাছুটি করে কাটাতে হবে। কোর্ট কাছারির চক্করে পড়তে পারেন। সপ্তাহের মাঝামাঝিতে আপনার স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। যদি ব্যবসা বাড়াতে চাইছেন, তাহলে কোনও বড় মানুষের পরামর্শ নিতে পারেন। বিবাহিত জীবন ভাল কাটবে। জীবনসঙ্গীর মতামত অবহেলা করবেন না।
কর্কট রাশি- কাজ সংক্রান্ত ভোগান্তিতে পড়তে হতে পারে। তৃতীয় কোনও মানুষের আগমনের প্রভাব পড়তে পারে আপনার জীবনে। সপ্তাহের শেষভাবে আপনার কারও সঙ্গে বিবাদ হতে পারে। তাই সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সিংহ রাশি- এই সপ্তাহে একটু ভেবেচিন্তে কাজ করুন। কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না। হাসি-মজা করার সময় খেয়াল রাখুন যেন কারও চিন্তাভাবনায় আঘাত না লাগে। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাল থাকবে। বিবাহিত জীবনও ভাল কাটবে।
কন্যা রাশি- এই সপ্তাহটা আপনার কাছে লাভজনক হবে। যদি আপনি কর্মস্থল পরিবর্তন করতে চাইছেন, তাহলে খুব শীঘ্রই আপনি কোনও সুযোগ পেতে চলেছেন। বাইরের খাবার খাবেন না। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বিবাহিত জীবন ভাল কাটবে। তবে, শারীরিক কিছু কষ্ট হতে পারে।
তুলা রাশি- এই সপ্তাহটা আপনারও ভাল কাটবে। আপনি যেমনটা চাইবেন, সবকিছু তেমনই হবে। প্রিয় কোনও মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। যদি আপনি সিঙ্গল আছেন, তো খুব শীঘ্রই আপনার জীবনে কারও প্রবেশ হতে চলেছে। প্রেমিকা-প্রেমিকার সময় ভাল কাটবে। বিবাহিত জীবনে সম্পর্ক মধুর থাকবে।
বৃশ্চিক রাশি- আপনার কাছেও এই সপ্তাহটা শুভ। তবে, পরিবারে কোনও সমস্যার জেরে আপনি বিভ্রান্ত হয়ে থাকতে পারেন। কর্মস্থলে সতর্ক থাকুন। আপনার বিরোধীরা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবেন। যেসব মহিলা চাকরি করছেন, তাঁদের পরিবার ও কর্মস্থলের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। প্রেমের সম্পর্কে ভেবেচিন্তে পদক্ষেপ নিন।
ধনু রাশি- স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটা আপনার ভাল কাটবে। নিজস্ব রুটিন বজায় রাখুন। অপ্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন। অন্যথা ভবিষ্যতের সঞ্চয়ে তার প্রভাব পড়বে। প্রেমিক-প্রেমিকার একে অপরের সঙ্গে ভাল সময় কাটবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার উপর চাপ বজায় থাকবে।
মকর রাশি- আগে থেকে শুরু হওয়া সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। যদি ব্যবসা করে থাকেন, তাহলে আপনার সম্পদ বাড়বে এ সপ্তাহে। এই রাশির জাতক ছাত্র-ছাত্রী এবং বাচ্চারা মজা করে সময় কাটাবে। প্রেমিক-প্রেমিকা নিজেদের মধ্যে হাসিখুশিতে সময় কাটাবে। বিবাহিত জীবনে খুশি থাকবে।
কুম্ভ রাশি- এই সপ্তাহে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নিলে তা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে। চাকরিজীবী মহিলাদের সম্মান বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রেমিকা-প্রেমিকার ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারে হাসি-খুশির পরিবেশ থাকবে।
মীন রাশি- এই সপ্তাহে কেরিয়ার তথা চাকরি এবং ব্যবসায় উন্নতি করবেন। পুরো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কর্মস্থলে বিরোধীরা আপনার কাজে বাধা দিতে পারে। তাই সতর্ক থাকুন। সঙ্গীর চিন্তায় আপনিও সামিল হবেন এবং তাঁকে সঙ্গ দেবেন। বিবাহিত জীবন ভাল কাটবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।