কলকাতা: রাজ্যে (West Bengal) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। গত সপ্তাহেও বেড়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ১ হাজার ৩৫০।
জেলায় জেলায় ডেঙ্গি
ডেঙ্গি আক্রান্তর সংখ্যায় এগিয়ে উত্তর ২৪ পরগনা, গত সপ্তাহে আক্রান্ত ৪০০। নদিয়ায় গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩৫০। হুগলিতে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৫ হাজার ৭৫১। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি স্বাস্থ্য সচিবের।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালে খোলা হয়েছে একশো শয্যার আলাদা ইউনিট। জঞ্জাল ফেলা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা। ডেঙ্গি মোকাবিলায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে কড়া কলকাতা পুরসভাও। ফাঁকা জমি ও পুকুরের পাশে জঞ্জাল ফেলা হলে এবার থেকে সংশ্লিষ্ট জমি ও পুকুরের আশেপাশে সব বাড়িকে নোটিস পাঠানো হবে। তারপরেও জঞ্জাল পড়ে থাকলে সব বাড়িকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের কলকাতা পুরসভার ১০ নম্বর বোরোর বৈঠকে।
আরও পড়ুন, পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়তে চলেছে DA
জেলার পরিস্থিতি
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে মশার বাড়বাড়ন্ত। হাসপাতাল চত্বরেই আবর্জনার স্তূপ। আর তাতেই জমছে জল। এনিয়ে পুরসভার কোর্টে বল ঠেলেছেন হাসপতাল সুপার। পুরসভার দাবি, দ্রুত সমস্যার সমাধান হবে।
জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই অবস্থায়, এবার জলপাইগুড়ির পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার। ডেঙ্গি সচেতনতায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছে পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতর।
আমডাঙার পর এবার বাদুড়িয়া। উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ছড়াল ডেঙ্গির আতঙ্ক। অন্যদিকে, জ্বর ও ডেঙ্গিতে আক্রান্ত মহিলা রোগীদের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে খোলা হল পৃথক ডেঙ্গি অ্যান্ড ফিভার ওয়ার্ড। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে, জানিয়েছে প্রশাসন।