কলকাতা : সোমবার থেকে শুরু হল আরও একটা সপ্তাহ। নতুন কাজ, নতুন লক্ষ্যমাত্রা, নতুন দিশায় এগোনো। এই সপ্তাহটা কেমন কাটবে ১২ রাশির ? কী বলছে তুলা থেকে মীন- এই ছয় রাশির রাশিফল ?
তুলা (Libra)
সপ্তাহটা আপনার আবেগ ও আর্থিক স্থিতিতেই মূলত আবর্তিত হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ব্যক্তিগত কোনও বিষয় বা আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে এই সপ্তাহে। দেনা মিটিয়ে ফেলার, ধার করে নেওয়া বস্তু ফিরিয়ে দেওয়ার এবং আপনার বিনিয়োগ খতিয়ে দেখার জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ। একঘেয়ে লাগলে, এই সপ্তাহে মানসিক পরিবর্তনও দরকার। নতুন প্রকল্প বা কাজে নামার আগে তাড়াহুড়ো এড়িয়ে চলতে হবে। বদলে ধীরেসুস্থে এগোনোই শ্রেয়। এতে মানসিক স্বাস্থ্যও ভাল থাকবে। গবেষণা, আর্থিক পরিস্থিতি এবং প্রযুক্তি নতুন কাজ খুঁজে পাওয়ার ব্যাপারে সহায়ক হবে। সম্পর্কে রয়েছেন যাঁরা, ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয়ে আলোচনার জন্য এই সপ্তাহটি আদর্শ হতে পারে। যৌথ বিনিয়োগ নিয়েও আলোচনা সেরে ফেলুন।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়ের সমাধান করে ফেলুন
বৃশ্চিক (Scorpio)
সম্পর্কে যে জটিলতা চলছে, এই সপ্তাহে তা সমাধান করে ফেলার জন্য অনুপ্রেরণা পেয়ে যেতে পারেন। যারা দূরে সরে গিয়েছে, তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করে নেওয়ার জন্য শুভ সময়। ব্যবহারে নম্রতা রাখতে হবে। ভদ্রতা বজায় রাখতে হবে। সম্পর্ক ও বন্ধন দৃঢ় করতে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়ের সমাধান করে ফেলুন। চাকরি খুঁজছেন যআঁরা, নিজেদের নেটওয়ার্ক আরও শক্তপোক্ত করার সঠিক সময় এটি। জোর দিন টিমওয়ার্কে। সহকর্মীদের বুঝিয়ে দিন, যে কোনও পরিস্থিতিতে কাজের ব্যাপারে আপনি পারস্পরিক সহযোগিতায় দড়। নতুন নতুন লোকজনের সঙ্গে সম্পর্ক স্থাপনে লাভ হতে পারে। প্রেমিক-প্রেমিকারা সম্পর্কে কী চাইছেন, তা স্পষ্ট করুন সঙ্গীর কাছে।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : নতুন নতুন ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন
ধনু (Sagittarius)
দৈনিক কাজ ও দায়িত্ব পালনে এই সপ্তাহ আপনাকে অনুপ্রেরণা দেবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপরের দিকে তুলে ধরতে শিখে ফেলুন। সু অভ্যাস গড়ে তোলার সঠিক সময় এটি। নিজের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলতে হবে। ধৈর্য সহকারে নিজের পরিকল্পনা মাফিক এগোলে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে কর্মকুশলতা ও ফলের উপর জোর দিতে হবে। টাইট ডেডলাইন ও বাড়তি কাজের জন্য অতিরিক্ত চাপে পড়তে হতে পারে। তবে দেরি না করে, ফেলে না রেখে কাজ করে ফেলাই শ্রেয়। আপনার কঠোর পরিশ্রম পদস্থ কর্তাদের নজরে আসতে পারে। তার ফলও মিলবে। হতে পারে প্রোমোশন। সমস্যা সমাধানের সক্ষমতা দেখিয়ে দিন। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। ফোকাস করুন টিমওয়ার্কে। সময়ের কাজ করুন সময়ে। এই সপ্তাহে আপনার পরিবারে আপনার মনোযোগ বেশি করে দরকার। বাড়ির কাজে যতটা পারেন বেশি করে হাত লাগান। পরিবারের অন্যদের আপনার সাহচর্য প্রয়োজন।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : কাজকে গুরুত্ব অনুযায়ী সাজান
মকর (Capricorn)
প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর, শিল্পকলা নিয়ে কাজ করার ভালো সময়। সুখ আনতে নানা শৈল্পিক কাজে যুক্ত হতে মন চাইতে পারে। কোনও প্রজেক্টে নেতৃত্বস্থানীয় ভূমিকা মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়া প্রশংসিত হতে পারে। নিজের ডেডলাইন সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। নতুন লোকজনের সঙ্গে দেখা করে কাজ সম্পর্কিত নিজের আত্মবিশ্বাস তাঁদের কাছে দেখাতে পারেন। তবে কোনও বিষয় নিয়ে তাড়াহুড়ো করবেন না। একে অপরকে জানতে , বুঝতে প্রয়োজনীয় সময় ব্যবহার করুন। সম্পর্কে রয়েছেন যাঁরা, একে অপরের সঙ্গে দারুণ সময় কাটান এবং তা বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : মন খুলে উপভোগ করুন সময়
কুম্ভ (Aquarius)
পরিবারের সমস্যা কাটিয়ে ফেলতে এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ। বাড়ি পরিবর্তন করতে পারেন। মানসিকতা ও আপনার আবেগের স্বাস্থ্য প্রাধান্য পাক। এতে আপনার ঘনিষ্ট বৃত্তের মানুষজন সহযোগিতা করতে পারেন। ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকার কারণে কাজে প্রভাব পড়তে পারে। নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জ হতে পারে। তাই ফোকাসড থাকতে হবে। চাকরিতে আবেদন করার আগে গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। কর্মক্ষেত্রে ভারসাম্য রাখতে সুযোগ বুঝেশুনে ব্যবহার করতে হবে। জীবনসঙ্গীর কাছ থেকে কী চাইছেন, তা বুঝে নিতে পারেন এই সপ্তাহে। নতুন কারো সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হলে, সম্পর্ক ধীরে শুরু হলেও দৃঢ় হওয়ার সম্ভাবনা।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : কাজ ও তৃপ্তির পথে ভারসাম্য করে চলতে হবে
মীন (Pisces)
সামাজিক ও মানসিক কার্যকলাপ বাড়বে। তা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের একাধিক কাজের অংশীদার হতে হবে, তার জন্য সঠিকভাবে এগোতে হবে তাঁদেরও। মিটিংয়ে, কনফারেন্সে বা ছোটোখাটো ভ্রমণে সঙ্গী হচ্ছেন যাঁরা, তাঁদের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ানোর সঠিক সময় এটি। আত্মবিশ্বাসের সঙ্গে সংযোগস্থাপন করুন। চাকরি খুঁজছেন যাঁরা জোর দিন কথাবার্তার দক্ষতায়। চাকরি খোঁজার, ইন্টারভিউ দেওয়ার উপযুক্ত সময় এটি। ব্যবসায়িক যোগাযোগও হয়ে যেতে পারে। যোগাযোগ, মিডিয়া, সেলস, শিক্ষাক্ষেত্রের চাকরির সুসময়। ভাল পারস্পরিক কথোপকথনের জন্য এই সপ্তাহটি আদর্শ। প্রজেক্ট নিয়ে আলোচনা করুন। আইডিয়া আদানপ্রদান করুন আর ভুলবোঝাবুঝি থাকলে মিটিয়ে ফেলুন।
সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : নতুন চাকরির অন্বেষণ করতে পারেন
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।