কলকাতা: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে।
মেষ রাশি- এ সপ্তাহে ঘনঘন মেজাজ বদলাতে পারে। তার ফলে কাজের ক্ষতি হতে পারে। ভাড়া বাবদ বেশ কিছু টাকা হাতে আসতে পারে। ফলে আর্থিক উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। তবে প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবেন।
বৃষ রাশি- এ সপ্তাহ বেশ ভাল যাবে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে, জীবনে ইতিবাচক বদল আসবে। কর্মস্থলে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাবেন। আর্থিক অবস্থারও উন্নতি হবে। বিনিয়োগের পক্ষে সময়টা ভাল। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। তাতে সম্পর্ক আরও ভাল হবে। স্বাস্থ্য নিয়ে আপাতত কোনও চিন্তা নেই।
মিথুন রাশি- এ সপ্তাহে কাঙ্খিত সাফল্য পেতে পারেন। যাঁরা জনসংযোগের সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষে সময়টা ভাল। বিভিন্নভাবে টাকা রোজগারের সুযোগ পাবেন। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই টাকা জমাতে শুরু করেন। তাতে লাভ হবে। প্রিয়জনের অত্যধিক চাহিদার ফলে সম্পর্কে প্রভাব পড়তে পারে। কাঁধ ও স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কর্কট রাশি- এ সপ্তাহে আর্থিক অবস্থা মিশ্র থাকবে। কাউকে টাকা ধার না দেওয়াই ভাল। নতুন কোনও বিনিয়োগের পক্ষেও সময়টা অনুকূল নয়। ব্যক্তিগত জীবন ও পেশার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়েও সমস্যায় পড়তে পারেন। পরিবারে কোনও সমস্যা হতে পারে। পড়ুয়াদের জন্য সময়টা ভাল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। আবহাওয়া পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়তে পারেন। সতর্ক থাকা উচিত।
সিংহ রাশি- বিদেশে চাকরির সুযোগ থাকলে সেটা অবশ্যই গ্রহণ করা উচিত। না হলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় ঠিক সময়ে বিনিয়োগ করা জরুরি, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। নতুন কোনও চুক্তি করার আগে বিস্তারিত জেনে নেওয়া উচিত। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ভাল ঘুম না হওয়ার কারণে শারীরিক সমস্যা হতে পারে।
কন্যা রাশি- এ সপ্তাহে পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। কর্মস্থলে দক্ষতার স্বীকৃতি পাওয়া যাবে। ব্যবসায় দ্রুত লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এ সপ্তাহে সম্পন্ন করতে পারেন। তার ফলে কর্মস্থলে স্বীকৃতি পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালই থাকবে। সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন।
তুলা রাশি- পেশাগত ক্ষেত্রে এ সপ্তাহটা খুব ভাল যাবে। কর্মস্থলে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন, পদোন্নতি, বেতন বৃদ্ধির আশাও রয়েছে। যাঁরা সমাজসেবার সঙ্গে যুক্ত, তাঁদের কাজের পরিধি বাড়বে। এ সপ্তাহে আর্থিক ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃশ্চিক রাশি- এ সপ্তাহে দৈনিক খরচ বৃদ্ধি পেতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। তবে কর্মস্থলে কোনও বিষয়ে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।
ধনু রাশি- অনৈতিক কার্যকলাপ এড়িয়ে চলাই ভাল, না হলে সমস্যায় পড়তে পারেন। পেশাগত ক্ষেত্রে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের নতুন কোনও চুক্তি করার বিষয়ে সতর্ক থাকা উচিত। আবহাওয়ার পরিবর্তনের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত।
মকর রাশি- কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কাজ করা কঠিন হতে পারে। নতুন কোনও সংস্থায় যোগ দিতে পারেন। প্রিয়জনের সঙ্গে কথাবার্তার সময় সতর্ক থাকুন। পেটের রোগে ভুগতে পারেন।
কুম্ভ রাশি- এ সপ্তাহ আর্থিক দিক থেকে ভালই যাবে। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা কাজের স্বীকৃতি পাবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে, একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। পড়ুয়াদের জন্য সময়টা ভাল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে, কোনও রোগ সেরে যেতে পারে।
মীন রাশি- এ সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব একটা ভাল না। সন্তানদের প্রয়োজনে বেশি টাকা খরচ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।