কলকাতা: কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে।


মেষ: এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর অসুখ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। পেশাগত ক্ষেত্রে গুপ্ত শত্রু বা প্রতিপক্ষরা হেনস্থা করার চেষ্টা করতে পারে। তবে অফিসে কারও সঙ্গে বচসায় জড়ানো উচিত নয়। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কর্মস্থল পরিবর্তনের কথা ভাবতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে ব্যবসা নিয়ে নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। যদি কোনও ঋণের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদন মঞ্জুর হওয়ার আশা রয়েছে।


বৃষ: উৎসাহ, দৃঢ়সঙ্কল্প এবং লড়াকু মানসিকতা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সেরে ফেলতে সাহায্য করবে। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনও সমস্যা তৈরি হতে পারে। তবে যাঁরা সঙ্গীহীন, তাঁরা নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁরা ইতিবাচক খবর পেতে পারেন। ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলুন, না হলে পেটের রোগ হতে পারে। শরীরচর্চা বা খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারেন।


মিথুন: এ সপ্তাহে প্রতিপক্ষকে কাবু করতে পারবেন। তবে আপনার কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদও হতে পারে। কর্মস্থল পরিবর্তন করার কথা ভাবতে পারেন। হঠাৎ বাড়তি খরচ হয়ে যেতে পারে। তাই আয় ও খরচের সমতা বজায় রাখতে হবে। নতুন গাড়ি কেনার কথা ভাবতে পারেন। বাড়ির অন্দরসজ্জার দিকে বিশেষ নজর দিতে পারেন। পড়ুয়াদের পড়াশোনার দিকে বাড়তি নজর দিতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।


কর্কট: এ সপ্তাহে অনমনীয় মনোভাব দেখাবেন না বা তাড়াহুড়ো করবেন না। এ সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ পেতে পারেন। মানুষকে প্রভাবিত করার যে দক্ষতা আপনার মধ্যে আছে, তা ব্যবসায়িক চুক্তি করার ক্ষেত্রে সাহায্য করবে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। যাঁরা সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন, তাঁরা এটাই উপযুক্ত সময়। অফিসের কাজে কোথাও যেতে হতে পারে। তাতে আর্থিকভাবে লাভবান হবেন।


সিংহ: এ সপ্তাহে কর্মস্থলে আপনার কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আপনার পরামর্শ চাওয়া হতে পারে। কর্মস্থলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। তবে অহঙ্কার করা উচিত নয়। না হলে সুযোগ হারাতে পারেন। মামাবাড়ির কারও সাহায্য পেতে পারেন। বাড়ি সংস্কার করতে পারেন। নতুন গাড়ি কিনতে পারেন। অতীতের কোনও আবেগপ্রবণ ঘটনা নতুন করে আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে।


কন্যা: আপনার কর্মশক্তি, ইচ্ছাশক্তি, দক্ষতা ও যোগ্যতা কেরিয়ারের উন্নতিতে সাহায্য করতে পারে। আপনার প্রচেষ্টার পুরস্কার পাবেন। তার ফলে আপনার আত্মবিশ্বাস ও নিজের উপর বিশ্বাস বাড়বে। আপনার শখ বা ইচ্ছা পূরণ করার উপযুক্ত সময় এটাই। ভাই-বোনের সঙ্গে কোনও সমস্যা তৈরি হতে পারে। নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য নতুন কোনও পরিকল্পনার কথা ভাবতে পারেন।


তুলা: এ সপ্তাহে অযথা খরচ না করাই ভাল। ধারও এড়িয়ে চলতে পারলে ভাল হয়। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সম্পত্তি কেনা, বিক্রি বা তৈরি করা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। না হলে সমস্যা হতে পারে। পেশাগত ক্ষেত্রে অবশ্য কোনও সমস্যা হওয়ার কথা নয়। কাউকে যদি ভাল লেগে থাকে, তাহলে মনের কথা খুলে বলুন। সেক্ষেত্রে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার আশা থাকবে। বিবাহিতরা স্বামী বা স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে সাহায্য পাবেন।


বৃশ্চিক: এ সপ্তাহে আপনার লড়াকু মানসিকতা বজায় থাকবে। তার ফলে প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে পারবেন। বর্তমানে যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেখানেই আপনার বেতন বৃদ্ধি পাবে। বেশি বেতনে অন্য কোনও সংস্থাতেও কাজের সুযোগ পেতে পারেন। এ সপ্তাহ নতুন কোনও বিনিয়োগের পক্ষেও ভাল। জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন।


ধনু: অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত। আপনার লড়াকু মানসিকতা বজায় থাকবে, তবে সরাসরি কারও সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া উচিত নয়। স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অতীতের কোনও ঘটনা নিয়ে নতুন করে অশান্তি হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা ইতিবাচক ফল পেতে পারেন। অনিদ্রার সমস্যা হতে পারে। তার ফলে শরীর খারাপ হতে পারে।


মকর: এ সপ্তাহে পেশাগত ক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তার ফলে আপনার উপর সবারই ভরসা বাড়বে। ব্যবসাতেও উন্নতির আশা রয়েছে। যাঁরা খেলার সঙ্গে যুক্ত, তাঁদের উন্নতির আশা রয়েছে। সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে।


কুম্ভ: এ সপ্তাহে অনেক বেশি আত্মবিশ্বাসী, সাহসী, উচ্চাকাঙ্খী থাকবেন। তার ফলে প্রত্যাশিত সাফল্যও পাবেন। নিজের কোনও ব্যবসা শুরু করার উপযুক্ত সময় এটা। পেশাগত ক্ষেত্রেও নতুন সুযোগ পাবেন। অন্যদের খুশি করার চেষ্টার বদলে কাজে মন দিন। এ সপ্তাহে আপনার আর্থিক উন্নতি হবে। ব্যক্তিগত জীবনেও সুখের সময়।


মীন: এ সপ্তাহে কর্মস্থলে পরিশ্রমের স্বীকৃতি পাবেন। হঠাৎ বেতন বৃদ্ধি হতে পারে, পদোন্নতিও হতে পারে। কারও সঙ্গে তর্ক বা বিবাদে না জড়ানোই ভাল। বাবার সঙ্গে মতানৈক্যের জেরে বাড়িতে অশান্তি হতে পারে। নিজের জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন, না হলে কিছু হারাতে পারেন। এই সময় বাইরে কোথাও না যাওয়াই ভাল। অযথা খরচ বাড়তে পারে, শরীর খারাপও হতে পারে।