কলকাতা: জীবনে প্রেম আসতে পারে, ভাঙনও আসতে পারে। প্রেম বা যে কোনও সম্পর্ক তৈরি হওয়া এবং তার নানারকম ওঠানামা। এসব জীবনের অত্যন্ত পরিচিত অধ্যায়। এইগুলি কিছুটা নির্ভর করে রাশির উপরেও। মানুষের ব্যবহার এবং সম্পর্ক বোঝার জন্য দীর্ঘদিন ধরেই জ্যোতিষের ব্যবহার হয়ে আসছে। এক একটি রাশির জাতকের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা প্রেমের সম্পর্কে প্রভাব ফেলে। কখনও অত্যন্ত সমৃদ্ধ একটি সম্পর্ক তৈরি হয়, আবার কখনও একতরফা সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।


কোনও কোনও রাশি সম্পর্কে- ভারসাম্য রাখতে পারেন। আবার অনেক রাশি এক তরফা সম্পর্কেও জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে কোনও সম্পর্ক বাঁচিয়ে রাখতে মূল পরিশ্রম করেন একজনই।


মীন: মীন রাশির জাতকরা স্বার্থহীন হয়ে থাকেন। সঙ্গীর প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সেই কাজে অনেকসময়েই নিজের চাহিদাকেও অস্বীকার করেন। যা আদতে ভারসাম্যহীন সম্পর্ক তৈরি করে।


তুলা: তুলা রাশির জাতকরা মূলত শান্তি ভালবাসেন। কোনও ঝামেলায় জড়াতে চান না। সেই কারণে অধিকাংশ ক্ষেত্রেই নিজের মত সরিয়ে রেখে ঝগড়া এড়ান। এর ফলে তাঁদের সঙ্গীরাই সম্পর্কের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন। 


কর্কট: মানসিক গভীরতা এবং সংবেদনশীলতার জন্য পরিচিত কর্কট রাশির জাতকরা। অনেকসময়েই সঙ্গীর সঙ্গে মানসিকভাবে গভীর যোগাযোগ তৈরি হয় তাঁদের। এঁরা অনেকসময়েই এক তরফা ভাবে তাঁদের সঙ্গীদের উপর মানসিকভাবে নির্ভর হয়ে পড়েন।


মেষ: মেষ রাশির জাতকরা সবসময়েই চ্যালেঞ্জ পছন্দ করেন। এই স্বভাবের প্রভাব তাঁদের সম্পর্কেও পড়ে। এক তরফা ভালবাসা বা সঙ্গীর পছন্দকে নাকচ করার প্রবণতা দেখা যায়।


বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গভীরতায় বিশ্বাস করেন। বিশ্বাসযোগ্যও হন। কিন্তু একইসঙ্গে তাঁরা ঈর্ষাপরায়ণ এবং সন্দেহবাতিকও হতে পারেন। যা সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করে।


ধনু : ধনু রাশির জাতকরা মুক্ত আবহাওয়া চান। সবসময়েই নতুন অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চার খোঁজেন তাঁরা। সেটা করতে গিয়ে বা স্বাধীনতার খোঁজে কোনও সম্পর্কের প্রতি দায়িত্ব পালনে ঘাটতি দেখা দেয়।


এটাও সত্যি যে একমাত্র রাশিই সবটা বলে দেয় না। অনেককিছুই নির্ভর করে সেই ব্যক্তি মানুষটির উপর। ব্যতিক্রমও হয়ে ওঠা যায় যদি নিজেকে সেই ভাবেই প্রস্তুত করা যায়।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন: সোমে প্রদোষ যোগ, মহাদেবের দৃষ্টিতে ৪ রাশির ভাগ্যে সুখের সময় আসন্ন