পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। 


গ্রেফতার বড়ঞার বিধায়ক


শুক্রবার বেলা ১২.৩০ থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন বড়ঞার বিধায়ক। পুকুরে জোড়া ফোন ফেলে দিয়েও হল না শেষরক্ষা। পুকুর থেকে উদ্ধার হয় একটি ফোন । ৫টি ব্যাগ থেকে উদ্ধার একাধিক নথি নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে।  আজই তাকে পেশ করা হবে আলিপুর আদালতে । 


পুকুরে ছুড়ে ফেলে দেন ২ ফোন


গোটা তল্লাশি পর্বেই পরতে পরতে রহস্য়-নাটকীয়তা। নিয়োগ দুর্নীতির তদন্তে, শুক্রবার বেলা ১২টা থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। কিন্তু, বিকেল পাঁচটা নাগাদ ঘটে যায় নাটকীয় ঘটনা!
আচমকা গোয়েন্দাদের থেকে নিজের ২ মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক! সেই থেকে শুরু হয় তল্লাশি। শুক্রবার রাত সাড়ে ১০ টা থেকে পুকুর ছেঁচার কাজ শুরু হয়। শনিবার সকাল ৭ থেকে পুকুর থেকে বিধায়কের মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য আরও ২টি পাম্প বসানো হয়।
কিন্তু রাতভর খোঁজাখুঁজির পরও ফোন উদ্ধার হয়নি। এরপরই সকাল থেকে দফায় দফায় বিধায়ককে নিয়ে শুরু হয় পুনর্নির্মাণ আর তাতেই মেলে সাফল্য়।

পুকুরে ঢিল ছোড়েন

সকাল ৭.২৫ নাগাদ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক।ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়।

এরপর, জীবনকৃষ্ণকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে চলে দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ। ঘড়িতে তখন সকাল ৯টা ১৪।
তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করা হয়, কোনদিকে তিনি ফোন দুটো ছুড়ে ফেলেন । বিধায়কের উত্তর মতো আবার শুরু হয় মোবাইলের খোঁজ।  দুপুর ১টা নাগাদ ব্য়র্থ হয়ে ফিরে যায় মোবাইল-সন্ধানকারী দলের একাংশ। ফিরে যান পাম্প কর্মীরাও।

এরপর নতুন উদ্য়মে ফের মাঠে নামে CBI । আনা হয় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। খোঁজ মেলেনি একটি ফোনের। 
ফোনেই লুকিয়ে তৃণমূল বিধায়কের প্রাণভোমরা? দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় ফোন অক্ষত? কী লুকোতে চাইছেন তৃণমূল বিধায়ক? মোবাইল ফোনে কী রহস্য় লুকিয়ে?



  • রাত ২.৩৫: বড়ঞায় পৌঁছন সিবিআইয়ের উচ্চ পদস্থ অফিসারেরা ।

  • ভোর ৫.১৫: জীবনকৃষ্ণের আন্দির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা ।

  • পার্থ, মানিকের পর এবার গ্রেফতার তৃণমূলের আরও এক বিধায়ক ।

  • জুলাই ২০২২: ইডির হাতে  গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

  • অক্টোবর ২০২২: ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য 

  • নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক বিধায়ক গ্রেফতার