TVS Sport Bikes: ভারতের বাজারে দুই চাকার গাড়ির দাম ক্রমেই বেড়ে চলেছে এবং বাজারে বাইক ও স্কুটারের ব্যাপক চাহিদা রয়েছে। রোজকার যাতায়াতের জন্য ঘর থেকে অফিস যাওয়ার জন্য যদি আপনি বাইক খুঁজে থাকেন, তাহলে সস্তায় (Mileage Bikes) এই বাইক আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। দামও কম এবং এতে মাইলেজও (Affordable Mileage Bike) ভাল পাবেন আপনি। বাজারে অনেক সংস্থার অনেক ধরনের মোটরবাইক (TVS Sport) রয়েছে, কিন্তু এই বাইকের ফিচার্স ও সাশ্রয়ী দামের কারণে এর চাহিদা তুলনায় অনেকটাই বেশি।
আপনি যদি নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে টিভিএস স্পোর্ট আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। চলুন জেনে নেওয়া যাক টিভিএস স্পোর্ট বাইকের কী কী ফিচার্স, কত মাইলেজ পাবেন আর এর রোড প্রাইসই বা কত পড়বে।
মূলত দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে টিভিএসের এই বাইকটি। এর বেস ভ্যারিয়ান্ট স্পোর্ট সেলফ স্টার্ট অ্যালয় হুইল সহ দিল্লিতে অন রোড দাম রয়েছে ৭২ হাজার টাকা। আর এর টপ ভ্যারিয়ান্ট স্পোর্ট সেলফ স্টার্ট অ্যালয় হুইল-এর দাম পড়বে ৮৬ হাজার টাকা।
কত কিস্তি দিতে হবে প্রতি মাসে
আপনি যদি এই টপ ভ্যারিয়ান্টের বাইক মডেলটি কেনেন ইএমআইতে তাহলে আপনাকে প্রথমেই ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর এর জন্য আপনাকে বাকি ৬২ হাজার টাকা ব্যাঙ্ক লোন নিতে হবে। এই লোনের ক্ষেত্রে আপনার যদি ৯.৭ শতাংশ হারে সুদ ধার্য হয়, তাহলে আপনাকে প্রতি মাসে ইএমআই হিসেবে ২ হাজার টাকা করে দিতে হবে আগামী ৩ বছরের জন্য। তবে এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরের উপরে এই সুদের হার নির্ভর করছে।
কত মাইলেজ পাওয়া যাবে টিভিএসের এই বাইকে
টিভিএস স্পোর্ট বাইকে আপনি সংস্থার দাবি অনুযায়ী এক লিটার তেলে অনায়াসে ৭০ কিমি রাস্তা যেতে পারবেন। এতে টেলিস্কোপিক ফর্কের সুবিধেও আছে। রয়েছে টুইন শক অ্যাবসর্বারও। এই বাইকের সর্বোচ্চ গত ওঠে ঘণ্টায় ৯০ কিমি। ভারতের বাজারে এই বাইকের যোগ্য প্রতিদ্বন্দ্বী রয়েছে হিরো এইচএফ ১০০, হোন্ডা সিডি ১১০ ড্রিম, বাজাজ সিটি ১১০ এক্স। হিরো এইচএফ ১০০ বাইকটিতে ৯৭.৬ সিসির ইঞ্জিন রয়েছে, সংস্থার পক্ষ থেকে এটি আপডেট করা হয়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI