Mahindra Bolero Neo Limited Edition: নতুন বছরে গ্রাহকদের জন্য নয়া উপহার বাজারে লঞ্চ করল মহিন্দ্রা সংস্থা। ভারতের বাজারে লঞ্চ হয়েছে মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশন। নতুন বলেরো নিও লিমিটেড এডিশনের দাম শুরু হচ্ছে ১১,৪৯,৯০০ (এক্স শোরুম) টাকা থেকে। এই গাড়ির বাইরের ডিজাইনে যুক্ত হয়েছে কিছু আপডেট। একই সঙ্গে সামান্য কিছু পরিবর্তন এসেছে গাড়ির ভিতরের অংশেও। তবে প্রযুক্তিগত ভাবে নতুন মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশনের গাড়ি একই রকমের রয়েছে। 


কী কী পরিবর্তন


মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশন মডেলে রয়েছে roof ski-racks, ফগ লাইট, হেডল্যাম্প। তার সঙ্গে রয়েছে ইন্টগ্রেটেড এলইডি DRLs, একটি গাঢ় রুপোলি রঙের spare wheel cover। এই পরিবর্তন বা আপডেটগুলি ছাড়া মহিন্দ্রা কোম্পানির এই এসইউভি প্রায় আগের মতোই রয়েছে। 


ইন্টিরিয়র ডিজাইনে পরিবর্তন


নতুন মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশন গাড়ির ভিতরের অংশে রয়েছে ডুয়াল টোনের faux leather সিট। এছাড়াও চালক এবং যাত্রীর জন্য রয়েছে lumbar সাপোর্ট। চালকের আসনের ক্ষেত্রে height-adjustable ফিচার রয়েছে। প্রথম এবং দ্বিতীয় সারি, দু'ক্ষেত্রেই হাত রেখে বিশ্রাম নেওয়ার সুবিধাও রয়েছে। নতুন প্রযুক্তির নিরিখে গাড়ির ভিতরের অংশে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল, BlueSense-connected কার টেকনোলজি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, সাত ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। 


ইঞ্জিন সংক্রান্ত ফিচার


নতুন বলেরো নিও লিমিটেড এডিশনে মহিন্দ্রা কর্তৃপক্ষ রেখেছে একটি ১.৫ লিটারের mHawk bi-turbo ইঞ্জিন। আগেও একই ধরনের ইঞ্জিন ছিল। এই ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ ১০০ পিএস এবং পিক টর্ক ২৬০ এনএম- এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এর সঙ্গে রয়েছে একটি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এছাড়াও রয়েছে মহিন্দ্রার মাইক্রো হাইব্রিড টেকনোলজি। এর সাহায্যে গাড়ি কয়েক সেকেন্ড না চালু থাকলে আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। মূলত ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্যণীয়। বন্ধ হওয়ার মতো আপনাআপনি গাড়ি চালুও হয়ে যায়। 


Maruti Suzuki Jimny: অটো এক্সপো 2023-এ Maruti Suzuki তিনটি বড় গাড়ি নিয়ে আসে। প্রথম দিনে কোম্পানি নতুন EXV বৈদ্যুতিক এসইউভির ভাবনা সামনে রাখে। যা কোম্পানির প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক SUV। এর পরদিনই কোম্পানি নতুন Fronx ও Jimny প্রাকাশ্যে আনে। জিমনি এখনও পর্যন্ত ৯০০০-এরও বেশি বুকিং পেয়েছে। যেখানে Fronx ২৫০০টি অর্ডার পেয়েছে৷মারুতি গত সপ্তাহে এর বুকিংয়ের টাকা  ১১,০০০ থেকে ২৫০০০ টাকা করেছে। বুকিংয়ের টাকা বাড়িয়ে দেওয়ার পরও এর চাহিদা কমছে না। ইন্ডিয়া-স্পেক মডেলটিতে পাওয়া যাবে ৫ দরজা। এটি ভারতের পর অন্যান্য বাজারে পাঠানো হবে।


Car loan Information:

Calculate Car Loan EMI