Two Wheeler Sale: ভারতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হারে বাড়ছে দু-চাকার গাড়ির চাহিদা। আর সেই চাহিদার কথা মাথায় রেখে এবারে সস্তায় পাওয়া যাবে বেশ কিছু দু-চাকার মডেল। আমাজন প্রাইম ডে সেল শুরু হয়েছে ইতিমধ্যেই। ১৮ বছর বয়স হলেই অনেক কিশোরের মনেই দু-চাকার গাড়ি কেনার একটা প্রবল ইচ্ছে থাকে। সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আমাজন প্রাইম ডে সেলে (Amazon Prime Day Sale) পাওয়া যাচ্ছে বেশ কিছু সংস্থার দু-চাকার গাড়ি। বাজাজ, হিরো, ভিডা ইত্যাদির কিছু মডেলে মিলছে দারুণ ছাড়। সস্তায় গাড়ি (Two Wheeler Sale) কিনতে চাইলে এটাই ভাল সুযোগ। তবে শুধু আমাজনই নয়, ফ্লিপকার্টেও চলছে এই অফার। নো কস্ট ইএমআইয়ের সুবিধেও পাওয়া যাবে এতে।
বেশিদিন এই অফার থাকবে না। তাই খুব তাড়াতাড়ি নিজের পছন্দমত এই অফারে বাইক বা স্কুটার কিনে ফেলতে হবে। ২০ ও ২১ জুলাই থাকছে এই অফার আমাজনে। তবে ফ্লিপকার্টে ২০ জুলাই থেকে অফার শুরু হয়েছে, অফার চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। এই অফারে যেমন পেট্রোল গাড়িও পাওয়া যাবে, তেমনি পাওয়া যাবে বৈদ্যুতিন গাড়িও। বাইক এবং স্কুটার দুইই পাওয়া যাবে এই অফারে।
ভিডা
ভিডা ভি ওয়ান প্লাস স্কুটার বর্তমানে আমাজন এবং ফ্লিপকার্টে এই অফারে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এই ভিডার স্কুটারের দাম দেখাচ্ছে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা এবং আমাজনে এই স্কুটারের দাম রয়েছে ১ লাখ দেড় হাজার টাকা। এর ভিডা ভি ওয়ান প্রো মডেলটির দাম রয়েছে ফ্লিপকার্টে ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা এবং আমাজনে দাম রয়েছে ১ লাখ ১৬ হাজার ১৫০ টাকা।
বাজাজ অটো
বাজাজের চেতক স্কুটারে চলছে অফার। আমাজনে এটি পাওয়া যাচ্ছে ৮২,৪৩৫ টাকা। অন্যদিকে বাজাজ চেতক আর্বান ইভির দাম দেখাচ্ছে ৯৮,৯৬৫ টাকা। বাজাজ চেতকের প্রিমিয়াম মডেলের দাম আবার ১ লাখ ২০ হাজার ৭২০ টাকা রাখা হয়েছে।
আমাজনের সঙ্গে ফ্লিপকার্টেও মিলছে বাজাজের এই বাইক স্কুটার। বাজাজ পালসার ১২৫ ৯৩,৮৭৫ টাকায় পাওয়া যাচ্ছে নো কস্ট ইএমআইতে।
হিরো বাইক
সবশেষে আসা যাক হিরোর কথায়। হিরো সুপার স্প্লেন্ডার বাইক এই অফারের সাহায্যে ফ্লিপকার্টে মিলছে ৮৬,০৪৮ টাকায়। এছাড়াও এই অফারে পাওয়া যাচ্ছে হিরো গ্ল্যামার এক্স টেক মডেল ৮৯,১৯৮ টাকায় পাওয়া যাচ্ছে এই মডেলটি। এই দুটি বাইকই নো কস্ট ইএমআইতে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Tata Curvv: টাটা কার্ভের বৈদ্যুতিন ভার্সন আসবে বাজারে, এক চার্জে ৫০০ কিমি যাবে কি ?
Car loan Information:
Calculate Car Loan EMI