Ampere Nexus Electric Scooter: বৈদ্যুতিন গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে ভারতে। দু-চাকার হোক বা চার চাকার, বৈদ্যুতিন গাড়িই এখন ভারতের ভবিষ্যৎ বলা চলে। ভারতে লঞ্চ হয়েছে অ্যাম্পিয়ারের একটি নতুন ইলেকট্রিক স্কুটার। দু-চাকার এই ব্র্যান্ডে জুড়ে গিয়েছে আরেকটি মডেল। দুটি ভ্যারিয়ান্টই ভারতের বাজারে এসেছে অ্যাম্পিয়ারের এই মডেল। EX এবং ST-এই দুই ভ্যারিয়ান্ট রয়েছে অ্যাম্পিয়ারের স্কুটারের (Ampere Nexus Electric Scooter)। গত মাস থেকেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা। ১৫ মে থেকে সংস্থার পক্ষ থেকে শুরু হবে এই স্কুটারের ডেলিভারি। আর অ্যাম্পিয়ার নেক্সাস এই সংস্থার প্রথম প্রিমিয়াম স্কুটার হতে চলেছে। 


ভারতেই তৈরি হয়েছে ই-স্কুটার


অ্যাম্পিয়ার নেক্সাস হল NXG-র একটি নতুন প্রোডাকশন সংস্করণ যা ২০২৩ সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এই মডেল সম্পূর্ণরূপে ভারতে তৈরি। ডিজাইন থেকে শুরু করে পুরো অ্যাসেম্বলিং হয়েছে ভারতেই। এই স্কুটার এখন একটি সম্পূর্ণ প্যাকেজ হোস্টিং উদ্ভাবনে পরিণত হয়েছে। ১২ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে এই স্কুটারে। রয়েছে অ্যালুমিনিয়ামের গ্র্যাব হ্যান্ডল এবং একটি বড় আসন।


একবার চার্জে চলবে ১৩৬ কিমি


অ্যাম্পিয়ার নেক্সাস ই-স্কুটারে (Ampere Nexus Electric Scooter) একটি ৩ কিলোওয়াট এলএফপি ব্যাটারি প্যাক রয়েছে। ব্যাটারিতে পুরো চার্জ থাকলে এই গাড়িতে যাওয়া যাবে একটানা ১৩৬ কিমি। ব্যাটারি সঙ্গে ই-স্কুটারে পিএমএস মোটর যোগ করা হলে ৩.৩ কিলোওয়াট আউটপুট দেবে। এই বৈদ্যুতিন স্কুটারে চারটি রাইড মোড রয়েছে- ইকো, সিটি, পাওয়ার ও লিম্প। এমনকী এতে রিভার্স মোডও রয়েছে। সংস্থার দাবি এই স্কুটারে ৯৩ কিমি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি উঠবে।


দাম কত অ্যাম্পিয়ারের নতুন মডেলের  


অ্যাম্পিয়ার নেক্সাস ই-স্কুটারের (Ampere Nexus Electric Scooter) এই মডেলটির EX ভ্যারিয়্যান্টের এক্স শো-রুম দাম রাখা হয়েছে ১.১০ লাখ টাকা এবং ST মডেলের দাম রাখা হয়েছে ১.২০ লাখ টাকা। কিছুদিন পর্যন্ত কম দামই থাকবে এই স্কুটারের। তবে তার পর ১০ হাজার টাকা করে দাম বাড়বে স্কুটারের। ফলে এখনই সুযোগ কম দামে অ্যাম্পিয়ারের এই ই-স্কুটার কেনার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bajaj Pulsar: আরও একটি নতুন মডেল আনছে বাজাজ পালসার, কত দাম ? রেঞ্জ কত এই ২২০ সিসির বাইকের ?


Car loan Information:

Calculate Car Loan EMI