Car Ownership Per Household: গাড়ি কেনার ভিত্তিতে দেশে কোন রাজ্য এগিয়ে,কত নম্বরে পশ্চিমবঙ্গ ?

Mahindra And Mahindra: মাত্র কয়েক বছরে বদলে গিয়েছে দেশের গাড়ির মানচিত্র। প্রতিটি বাড়িতে গাড়ি কেনার ভিত্তিতে এগিয়ে রয়েছে  গোয়া।

Continues below advertisement

Mahindra And Mahindra: মাত্র কয়েক বছরে বদলে গিয়েছে দেশের গাড়ির মানচিত্র। প্রতিটি বাড়িতে গাড়ি কেনার ভিত্তিতে এগিয়ে রয়েছে  গোয়া। পিছিয়ে নেই কেরলও। সম্প্রতি গাড়ি বাজারের হাল বোঝাতে এমনই একটি বিশেষ মানচিত্র ট্যুইট করেছেন  মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। 

Continues below advertisement

Car News: সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন আনন্দ মহিন্দ্রা।  প্রায়শই তাঁর ট্যুইটের জন্য সংবাদের শিরোনামে চলে আসেন তিনি।  আজ সকালে তিনি একটি নতুন ট্যুইট করেছেন,যাতে ভারতের একটি মানচিত্র দিয়েছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারম্যান। দেশে গাড়ির মালিকদের রাজ্য-ভিত্তিক শতাংশের উল্লেখ রয়েছে এই মানচিত্রে । এই ছবিতে দেওয়া তথ্য জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষার 2019-21 রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, দেশের মোট পরিবারের 7.5%-এর একটি গাড়ি রয়েছে। জেনে নিন দেশের কোন রাজ্যে কত শতাংশ গাড়ির মালিক বাস করেন।

গোয়া: আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ছবিতে দেওয়া তথ্য অনুসারে, গোয়ার সর্বাধিক 45.2% লোকের বাড়িতে একটি গাড়ি রয়েছে।
কেরল: এই রাজ্যের 24.2% পরিবারের কাছে একটি গাড়ি রয়েছে।

জম্মু ও কাশ্মীর: এখানে  23.7% পরিবারের একটি গাড়ি রয়েছে।

হিমাচল প্রদেশ: এই রাজ্যের 22.1% পরিবারের একটি গাড়ি রয়েছে।

পঞ্জাবে 21.9% পরিবারের একটি গাড়ি আছে।

নাগাল্যান্ড: এখানে রাজ্যের 22.3% পরিবারের কাছে একটি গাড়ি রয়েছে।

সিকিমে 20.9% পরিবারের কাছে একটি গাড়ি রয়েছে।

দিল্লিতে 19.4% পরিবারের একটি গাড়ি রয়েছে।

অরুণাচল প্রদেশ: এই রাজ্যের 19.3% পরিবারের একটি গাড়ি আছে।

মণিপুর: এখানে 17% পরিবারের একটি গাড়ি রয়েছে।

মিজোরামে 15.5% পরিবারের একটি গাড়ি আছে।

হরিয়ানা: এই রাজ্যের 15.3% পরিবারের একটি গাড়ি রয়েছে।

মেঘালয়: এখানে 12.9% পরিবারের একটি গাড়ি রয়েছে।

উত্তরাখণ্ড: এই রাজ্যের 12.7% পরিবারের কাছে একটি গাড়ি রয়েছে।

গুজরাতে 10.9% পরিবারের একটি গাড়ি রয়েছে।

কর্ণাটকে 9.1% পরিবারের একটি গাড়ি রয়েছে।

মহারাষ্ট্র: এই রাজ্যের 8.7% পরিবারের একটি গাড়ি রয়েছে।

রাজস্থান: এখানে 8.2% পরিবারের একটি গাড়ি রয়েছে।

অসম: এই রাজ্যের 8.1% পরিবারের একটি গাড়ি রয়েছে।

তামিলনাড়ু: এখানে 6.5% পরিবারের একটি গাড়ি রয়েছে।

তেলেঙ্গানা: এই রাজ্যের 6.5% পরিবারের একটি গাড়ি রয়েছে।

উত্তরপ্রদেশ: এই রাজ্যের 5.5% পরিবারের একটি গাড়ি আছে।

মধ্যপ্রদেশে 5.3% পরিবারের একটি গাড়ি আছে।

ত্রিপুরা: এই রাজ্যের 4.6% পরিবারের একটি গাড়ি রয়েছে।

ছত্তিশগড়: এই রাজ্যের 4.3% পরিবারের একটি গাড়ি রয়েছে।

ঝাড়খণ্ড: এখানে 4.1% পরিবারের একটি গাড়ি রয়েছে।

পশ্চিমবঙ্গ: এই রাজ্যের 2.8% পরিবারের একটি গাড়ি আছে।

অন্ধ্রপ্রদেশে 2.8% পরিবারের একটি গাড়ি আছে।

ওড়িশা: এই রাজ্যের 2.7% পরিবারের একটি গাড়ি রয়েছে।

বিহারে 2% পরিবারের একটি গাড়ি আছে।

আরও পড়ুন : Smart Ring: Smart Ring: মোবাইল, স্মার্টওয়াচ ভুলে যান! 'স্মার্ট রিং' দিয়ে হবে আর্থিক লেনদেন

Continues below advertisement
Sponsored Links by Taboola