CNG Bikes: পৃথিবীতে প্রথম সিএনজি বাইক আনতে চলেছে বাজাজ অটো। বাজাজের বাইকের চাহিদা সারা দেশজুড়েই রয়েছে। আর সেই চাহিদা এবার হয়ত দ্বিগুণ হারে বাড়তে চলেছে। বাজাজ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে, এই বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে বাজাজ তাঁদের প্রথম সিএনজি বাইক (Bajaj Auto CNG Bike) লঞ্চ করতে চলেছে। এমনকী এই সিএনজি মডেলের আলাদা নামও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র এই সিএনজি মডেলের বিপননের জন্য সংস্থা একটি সাব-ব্র্যান্ডও আনতে পারে বাজারে।
রাজীব বাজাজ আগামী ৫ বছরের জন্য সিএনজি বাইক আনার বিষয়ে ঘোষণা আগে ৫০০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন রাজীব বাজাজ। কিছুদিন আগে পর্যন্ত চার চাকা ও তিন চাকার সিএনজি গাড়িই বেশি দেখা গিয়েছে ভারতের বাজারে। এবার শুধু ভারত নয়, গোটা বিশ্বকে চমকে দিতে সিএনজি বাইক (Bajaj Auto CNG Bike) আনতে চলেছে বাজাজ অটো।
এর আগে বাজাজ অটো শুধুমাত্র সিএনজি থ্রি-হুইলার নির্মাণ করত, কিন্তু এবার টু-হুইলার অর্থাৎ দু-চাকার গাড়ির ক্ষেত্রেও সিএনজি প্রযুক্তি আনতে চলেছে এই সংস্থা। আগামী জুন মাসে এই বাইকটি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে।
গাড়ি নির্মাতা সংস্থা বাজাজ অটো জানিয়েছে যে, এই সিএনজি বাইকের নাম হবে বাজাজ ব্রুজার। বাইকে অনেকটাই কম করা হয়েছে টেলপাইপ এমিশনের মাত্রা। এমনকী কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের হারও কমে গিয়েছে ৫০ শতাংশ। বাজাজের সিএনজি (Bajaj Auto CNG Bike) মডেলেও একটি সেকেন্ড স্টোরেজ থাকতে চলেছে। জানা গিয়েছে, এই পণ্যের জন্য নতুন একটি সাব-ব্র্যান্ড তৈরি করবে সংস্থা। পেট্রোলের যে বাইক বাজাজের ইতিমধ্যেই রয়েছে বাজারে, তাঁর থেকে এই সিএনজি বাইকের দাম তুলনায় বেশি হতে পারে। এর প্রোডাকশান কস্ট যেহেতু অনেকটাই বেশি, তাই এর দাম খানিক বাড়তে পারে বলে জানা গিয়েছে।
একইসঙ্গে বাজাজের (Bajaj Auto CNG Bike) এমডি এও জানাচ্ছেন, ২০ বছর আগে যে পালসার মডেল এনেছিল বাজাজ, সেই মডেলের বিক্রি এই বছর ২ মিলিয়ন ছোঁবে এবং 'বাজাজ বিয়ন্ড' প্রকল্পের অধীনে এই সংস্থা আগামী ৫ বছর ধরে সোশ্যাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে ২ কোটিরও বেশি কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংস্থা।
আরও পড়ুন: Most preferred Car Colour: গাড়ির কোন রং পছন্দের তালিকায় শীর্ষে? আপনার সঙ্গে মিলছে?
Car loan Information:
Calculate Car Loan EMI