Bajaj Chetak 3201: বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটারগুলি খুব অল্প সময়ের মধ্যেই ভারতের বাজার দখল করে নিয়েছে বলা চলে। ভারতের স্কুটারপ্রেমীদের মধ্যে দুরন্ত সাড়া মিলেছে এই স্কুটারের। আর এবার বাজাজ মোটরস তাদের চেতক স্কুটারের একটি বিশেষ এডিশন (Bajaj Chetak Special Editon) বাজারে লঞ্চ করেছে। সংস্থার অন্যান্য স্ট্যান্ডার্ড স্কুটারের (Bajaj Scooters) উপর নির্ভর করে এই নতুন এডিশন বাজারে আনা হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ অগাস্ট থেকেই এই নতুন এডিশনের স্কুটারের বিক্রি শুরু হতে চলেছে সারা দেশজুড়ে।
আমাজন থেকেও কেনা যাবে এই স্কুটার
৫ অগাস্ট সোমবার থেকে ভারতের বাজারে বিক্রি হতে চলেছে বাজাজ চেতক স্কুটারের ৩২০১ এডিশন। এছাড়া আপনি চাইলে ই-কমার্স ওয়েবসাইট আমাজন থেকেও এই স্কুটার কিনতে পারেন। এই স্কুটারের সাইড প্যানেলগুলি দুর্দান্ত আকর্ষণীয়। এতে 'চেতক' লেখাটা (Bajaj Chetak Special Editon) খোদাই করা আছে। শুধু ব্রুকলিন ব্ল্যাক রঙেই এই স্কুটার পাবেন আপনি।
বাজাজ চেতকের এই এডিশনের ইঞ্জিন পাওয়ারট্রেন
বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশনের (Bajaj Scooters) ইঞ্জিনের কথা বলতে হলে এই স্কুটারে সংস্থা দিয়েছে ৩.২ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সাহায্যে এই বৈদ্যুতিন স্কুটারে একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৩৬ কিমি পথ যাওয়া যায়। যেখানে এই স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়ান্ট ১২৭ কিমির ARAI সার্টিফায়েড রেঞ্জ পায়। এই নতুন এডিশনে চালক চাইলে ঘন্টায় ৭৩ কিমি সর্বোচ্চ গতি তুলতে পারে।
বাজাজ চেতক স্পেশাল ফিচার্স
বাজাজের এই স্পেশাল এডিশনের (Bajaj Chetak Special Editon) ফিচার্সের কথা ভাবলে সংস্থা একটি টিএফটি ডিসপ্লে সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে। এছাড়া এই স্কুটারে অনেক আধুনিক ফিচার্স রয়েছে যেমন টার্ন বাই টার্ন নেভিগেশন, হিল হোল্ড কনট্রোল, মিউজিক কনট্রোল সহ কল অ্যালার্ট। এছাড়াও এতে স্পোর্ট রাইড মোড পাওয়া যাবে যা গাড়ি চালানোর সময় একটা আলাদা অভিজ্ঞতা এনে দেবে চালককে।
কত দামে পাবেন এই স্কুটার
বাজাজ চেতক তাঁর এই নতুন বৈদ্যুতিন স্কুটারের (Bajaj Scooters) স্পেশাল এডিশনের দাম ধার্য করেছে ১.৩০ লক্ষ টাকা। বাজারে এই স্কুটার Ather Rizta, Ola S1 Pro, TVS iQube-এর মত স্কুটারকেও সরাসরি প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Electric Vehicle: বৈদ্যুতিন গাড়ি-বাইক আরও সস্তায় মিলবে, সরকার দেবে এই সুবিধে
Car loan Information:
Calculate Car Loan EMI