Bajaj Chetak Scooter Discount: দিনে দিনে বৈদ্যুতিন স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। ভারতের বাজারে বহু সংস্থা তাদের বৈদ্যুতিন গাড়ি (Bajaj Chetak), বাইক কিংবা স্কুটার নিয়ে এসেছে। একইসঙ্গে এই সমস্ত বৈদ্যুতিন স্কুটারে (Electric Scooter) প্রচুর অফার চলছে যাতে গ্রাহকরা আকৃষ্ট হয়ে কিনে ফেলেন। বাজাজ তার প্রিমিয়াম স্কুটারে আকর্ষণীয় অফার (Discount Offer) নিয়ে এসেছে।


বাজাজ চেতকের প্রিমিয়াম স্কুটারের মিলছে অফার


বাজাজ চেতক তাদের প্রিমিয়াম স্কুটারে এমন এক আকর্ষণীয় অফার (Bajaj Chetak) নিয়ে এসেছে যাতে গ্রাহকের ২০ হাজার টাকা পর্যন্ত বাঁচতে পারে। তবে খুব সীমিত সময়ের জন্য পাওয়া যাবে এই অফার। বাজাজ দাবি করছে, পেট্রোল চালিত স্কুটার কেনার থেকে এই বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার কিনলে বছরে ৩৮ হাজার টাকা পর্যন্ত বেঁচে যাবে।


বাজাজ চেতক প্রিমিয়ামের শক্তি কেমন


বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারে একবার সম্পূর্ণ চার্জ দিলে ১২৬ কিমি একটানা যাওয়া সম্ভব। মূলত এই বৈদ্যুতিন স্কুটারে রয়েছে দুটি মোড- ইকো এবং স্পোর্ট। এই বৈদ্যুতিন স্কুটারে ৭৩ কিমি প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি থাকবে। মুখ্যত তিনটি দারুণ রঙের বিকল্প নিয়ে বাজারে এই স্কুটার নিয়ে এসেছে বাজাজ চেতক।


বাজাজ বৈদ্যুতিন স্কুটারের ফিচার্স


 বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটারে (Bajaj Chetak) রয়েছে ৫ ইঞ্চির নতুন টিএফটি স্ক্রিন, এই স্ক্রিনে গান ও যে কোনও কলের নোটিফিকেশন পাওয়া যাবে। এই স্কুটারে আবার যুক্ত করা রয়েছে নেভিগেসন ফিচার্সও। এই জন্য আপনাকে শুধুমাত্র এর মোবাইল কানেক্টিং অ্যাপে গন্তব্যের উল্লেখ করতে হবে এবং এই গাড়ির স্ক্রিনে আপনা থেকেই গন্তব্যের রুট বা যাত্রাপথ সংক্রান্ত তথ্য দেখিয়ে দেবে।


বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারের দাম


বাজাজ চেতকের প্রিমিয়াম বৈদ্যুতিন স্কুটারে থাকবে হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, অন-বোর্ড চার্জিং, কি-ফব ইত্যাদি সুবিধে। এই প্রিমিয়াম বৈদ্যুতিন স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৪৩ টাকা। মূলত ব্রুকলিন ব্ল্যাক, ইন্ডিগো ব্লু ও হ্যাজেলনাট রঙে বাজারে এসেছে এই বৈদ্যুতিন স্কুটার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Maruti DZire: নয়া অবতারে বাজারে আসছে মারুতি ডিজায়ার, ২৮ কিমির মাইলেজ, সানরুফ সহ আরও কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI