Maruti Cars: ভারতের বাজারে মারুতি সুজুকি তাদের একটি নতুন ডিজায়ারের মডেল নিয়ে আসতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে (Maruti Cars) এই চমকপ্রদ মডেলটি বাজারে চলে আসবে, এমনটাই জানা গিয়েছে। আর এই মারুতির নতুন ডিজায়ার মডেল (New Maruti Dzire) সবথেকে বেশি জ্বালানি সাশ্রয়ী সেডান গাড়ি হয়ে উঠতে চলেছে সারা দেশের মধ্যে।


ভারতের বাজারে এখনও পর্যন্ত সবথেকে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি হল এই মারুতি ডিজায়ার। শুধু মারুতির নয়, সারা দেশের গাড়ির বাজারের নিরিখে সবথেকে বেস্টসেলার গাড়ি এটিই। এই গাড়িতেই যুক্ত হতে পারে বহু নতুন ও অত্যাধুনিক ফিচার্স।


নতুন ডিজায়ার মডেলে কী কী চমক থাকতে চলেছে


নতুন নতুন ফিচার্সের সঙ্গে নতুন প্রজন্মের এই মারুতি ডিজায়ারে থাকতে চলেছে ফ্রুগাল পেট্রোল ইঞ্জিন। মারুতি সুইফটে যে ইঞ্জিন রয়েছে ইন্সটল করা, সেই একই ইঞ্জিন থাকছে এই মারুতি ডিজায়ার মডেলে। এই গাড়িতে থাকবে ১.২ লিটারের ইঞ্জিন ও ৩ সিলিন্ডারের মোটর। এতে বিকল্প থাকছে ৫ স্পিড ম্যানুয়াল ও একটি এএমটি গিয়ারবক্সের। নতুন মারুতি ডিজায়ারের ইঞ্জিন অনেকটাই হালকা এবং পরিবেশের জন্য খুবই ভাল। এছাড়াও এই ইঞ্জিন থেকে আরও অনেক বেশি দক্ষতা পাওয়া যাবে। এই মারুতি ডিজায়ারে এক লিটার তেলে যাওয়া যাবে ২৮ কিমি রাস্তা। মারুতি সুইফটের মতই এই গাড়ির মাইলেজ রয়েছে।


শক্তি খুব বেশি না হলেও, ভাল মাইলেজ পাওয়া যাবে


নতুন মারুতি ডিজায়ারের ইঞ্জিন এখন বাজারে যে ডিজায়ার মডেল রয়েছে তার থেকে কম শক্তিসম্পন্ন। কিন্তু এই নতুন প্রজন্মের মারুতি ডিজায়ারে দক্ষতা অনেকটাই বেশি পাওয়া যাবে, আর গ্রাহকরা শক্তির থেকেও বেশি নজর দেবে গাড়ির মাইলেজের উপর। এই সেডান সেগমেন্টের গাড়ি হিসেবে মারুতি ডিজায়ারের মাইলেজ যথেষ্টই ভাল। মারুতির ওয়াগন আর এবং অল্টোর দক্ষতার থেকেও বেশি দক্ষতা থাকবে এই নয়া মারুতি ডিজায়ারে।


নতুন মারুতি ডিজায়ারে থাকছে সানরুফ


মারুতি ডিজায়ারের এই নতুন প্রজন্মের মডেলে ফিচার্সের মধ্যে থাকছে ৩৬০ ডিগ্রির ক্যামেরা, একটা বড় টাচস্ক্রিন। শুধু তাই নয়, ডিজায়ারের এই নতুন মডেলে থাকছে সানরুফের সুবিধেও। দামের দিক থেকে এই গাড়িটি খানিক প্রিমিয়াম গোছের হতে চলেছে। গাড়ির নতুন সব ফিচার্স এবং বাড়তি স্পেসের কারণে এই গাড়ির দাম এখনকার বাজারে উপলব্ধ মারুতি ডিজায়ার মডেলের থেকে বাড়তে পারে।


আরও পড়ুন: Reliance Car: এবার রিলায়েন্স তৈরি করবে গাড়ি, টাটা-মাহিন্দ্রার সঙ্গে হবে প্রতিযোগিতা


Car loan Information:

Calculate Car Loan EMI