সোমনাথ চট্টোপাধ্যায়: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ভারতের বাজারে এসে যাবে বাজাজের প্রথম সিএনজি বাইক। বলা ভাল বিশ্বের প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike) এটাই হতে চলেছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই বাইকের। বাইকের নাম দেওয়া হয়েছে বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি। ভারতের বাজারের নিরিখে বাজাজের খুবই গুরুত্বপূর্ণ বাইক হতে চলেছে এটি এবং দক্ষতা ও পারফরম্যান্সের দিক থেকেও দুরন্ত কাজ করবে এই বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) । এই বাইকের নামের মধ্যেই লুকিয়ে আছে সুপ্ত স্বাধীনতার স্বাদ। বাজাজের বাইকপ্রেমীদের আর বাধ্য হয়ে পেট্রোল চালিত বাইক কিনে মাসে মাসে মোটা টাকা গুণতে হবে না জ্বালানি তেলের পিছনে। এবার সিএনজি বাইকে কমবে তেলের খরচ।


গাড়ির নাম দেখে এও বোঝা যায় যে এটি একটি ১২৫ সিসির ইঞ্জিন সিএনজি মোডের বাইক, এর পারফরম্যান্স যদিও ১০০ সিসির মতই হবে। তবে এর দক্ষতা বাড়বে বহুগুণে। এই বাইকে থাকবে টোগল সুইচ যাতে সিএনজি মোড এবং পেট্রোল মোডের মধ্যে বদলে নেওয়া যায় সহজেই। অর্থাৎ এই বাইকে (Bajaj CNG Bike) সিএনজি ইঞ্জিনের সঙ্গে একটি পেট্রোল ইঞ্জিনও রাখা হয়েছে।


আগেই বলা হয়েছিল যে এই বাইকে একটা রাউন্ডেড হেডলাইট থাকবে, বাইকের ডিজাইন হবে খুবই সাদামাটা। ডিজাইনের থেকেও এর বাস্তবিকতার উপর বেশি জোর দেওয়া হবে। এর সবথেকে বড় আলোচনার বিষয় হল এর জ্বালানি সাশ্রয় ক্ষমতা। এক কেজি সিএনজিতে এই বাইকে যাওয়া যাবে ১০০ কিমি। আশা করা যাচ্ছে টপ এন্ড ভার্সনের সঙ্গে আরও কতগুলি ভ্যারিয়ান্ট বাজারে আসবে বাজাজ ফ্রিডম ১২৫ বাইকের। তবে এর দাম মনে করা হচ্ছে ১ লাখের মধ্যেই রাখবে বাজাজ অটো। ১২৫ সিসির বাইকের থেকে অল্প প্রিমিয়াম লেভেলের হওয়ায় দাম সাধারণ ১২৫ সিসির বাইকের থেকে একটু বেশি হবে, তবে সিএনজি ভ্যারিয়ান্ট হওয়ায় অন্যান্য বাইকের থেকে এর রানিং কস্ট অনেকটাই কম হবে।


এর আগেও বাজাজের বাইকের দাম খুবই প্রতিযোগিতাপূর্ণ রাখা হয়েছে, ফলে এই বাইকের দামেও সেই প্রতিযোগিতার ছাপ স্পষ্ট থাকবে। এতে একটা স্ট্যান্ডার্ড পেট্রোল ট্যাঙ্ক থাকছে আর তাঁর সঙ্গেই থাকছে সিএনজি সিলিন্ডার। এই বাইকের ডিজাইন ও ফিচার্স খুবই সাধারণ। তবে বাজারে বাইক লঞ্চ হলেই এর আসল লুক দেখা যাবে।


আরও পড়ুন: MS Dhoni: ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেই বিনামূল্যে মিলবে ই-সাইকেল ! দারুণ অফার এই সংস্থার


Car loan Information:

Calculate Car Loan EMI