Auto: ফের পরীক্ষা করতে দেখা গেল বাজাজের(Bajaj Bikes) সিএনজি বাইক(CNG Bikes)। অটো কার ইন্ডিয়ার মতে, এর নাম হতে পারে ব্রুজার। সেই ছবি সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন সাইটে।


ভারতে লঞ্চ হবে বাজাজ সিএনজি
বর্তমানে বাজাজের কমিউটার সেগমেন্টে তিনটি আলাদা ইঞ্জিন রয়েছে। যার মধ্যে রয়েছে 102cc, 115cc এবং 124cc-র মডেল। এই সিএনজি বাইকটি কোন ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি হবে তা এখনও ঠিক হয়নি। তবে তা দেখতে আকর্ষণীয় হবে বলেই ধারণা করা হচ্ছে। যদিও এই বাইক 115cc বা 124cc এর সাথে আসার সম্ভাবনা বেশি। শোনা যাচ্ছে, বাজাজ এই সিএনজি প্রযুক্তিটি বিভিন্ন ইঞ্জিন বিকল্প সহ বিভিন্ন ভেরিয়েন্টে নিয়ে আসবে।


এতে মেনটেন্যান্স কস্ট কমবে
CNG পেট্রোলের তুলনায় অনেক কম মেনটেন্যান্স কস্ট হবে এতে। যা এই বাইককে এত জনপ্রিয় করে তুলতে পারবে বলে আশা বাইকারদের। একবার চালু হলে বাজাজের সিএনজি বাইক হতে পারে সবথেকে কম দামের। বাজাজের সবথেকে বেশি রেঞ্জের মোটরসাইকেল হবে এটি। বাইকের ট্যাঙ্ক রেঞ্জ ও কোম্পানি এর পুরো সিস্টেমটি কী ভাবে গড়ে তোলে তা এখন দেখার অপেক্ষায়।


ডিজাইন কেমন হবে বাইকের ?
এই স্পাই শটগুলিতে খুব বেশি দেখা যাচ্ছে না বাইক। তবে এখনে কিছু ডিজাইন বোঝা যায়। এতে একটি এলইডি হেডলাইট, একটি ছোট ফ্রন্ট কাউল, নাকল গার্ড এবং নতুন 5-স্পোক অ্যালয় হুইল রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে, এটি বেশ বড় আকার পাবে। বেশিরভাগ ভারতীয় কমিউটার মোটরসাইকেলে দেখা যায় এই ডিজাইন।


কত শক্তিশালী ইঞ্জিন বাইকে
এর ডিজাইন দেখে এটা স্পষ্ট যে, এই বাইকটি সাব-125 cc সেগমেন্টে আসবে। এটি শুধুমাত্র সামনের দিকে ডিস্ক ব্রেক পাবে, কিন্তু Bajaj Platina 110 এর মতো এটিও সিঙ্গল-চ্যানেল ABS অফার করে বা না। Bajaj Bruiser CNG বাইকটি এই উৎসবের মরসুমে লঞ্চ হতে পারে। এর দাম বর্তমান প্লাটিনা এবং সিটি রেঞ্জের থেকে অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।


সম্প্রতি প্রিমিয়াম সেডানের জগতে আরও একটি নতুন মডেল আনতে চলেছে এমজি মোটরস। জানা গিয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবারই বাজারে তাঁদের নতুন প্রিমিয়াম সেডান আনতে চলেছে এমজি মোটরস। এই মডেলটির (MG 5 Sedan) নাম দেওয়া হয়েছে এমজি ৫ সেডান। 


MG 5 Sedan: টয়োটাকে টেক্কা দিতে নতুন মডেল আনছে এমজি মোটরস, কী ফিচার্স থাকছে এই প্রিমিয়াম সেডানে ?


 


Car loan Information:

Calculate Car Loan EMI