Upcoming Electric Cars: ভারতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে BMW। তার নতুন প্রজন্মের 5 সিরিজ চালু করবে কোম্পানি। তবে প্রথমে i5 আকারে সীমিত i5 সিবিইউ রুটের মাধ্যমে আসবে গাড়ি।
কী বিশেষত্ব রয়েছে গাড়িতে
এই গাড়ির টপ-এন্ড i5 M60 xDrive সহ নতুন i5 প্রথমে ভারতে লঞ্চ করা হবে। নতুন প্রজন্মের i5 ইলেকট্রিক সেডানও সীমিত সংখ্যায় পাওয়া যাবে। এটি নতুন 5 সিরিজের প্রথম অল ইলেকট্রিক বৈদ্যুতিক সংস্করণ M60 আনা হবে। পাওয়ারের ক্ষেত্রে, BMW i5 M60 xDrive 601 hp এর সাথে আসে এবং M নির্দিষ্ট ডিজাইনের বিটের সাথে আসবে। যা এটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে।
Upcoming Electric Cars: কত শক্তিশালী ইঞ্জিন গাড়িতে
বিএমডব্লিউর এই নতুন গাড়িতে 820 Nm টর্ক দেওয়া হচ্ছে। যার অর্থ হল, BMW i5 M60 মাত্র 3.8 সেকেন্ডে শূন্য থেকে 100 কিমি/ঘন্টা গতিবেগ তুলতে পারে। BMW-র এই গাড়িতে 516 কিলোমিটার পর্যন্ত একটি WLTP রেঞ্জ থাকবে। এটি পারফরম্যান্স ব্রেক,ব্যাক স্পয়লার এবং একটি নতুন ব্লু লাইট গ্রিল সহ এম স্পোর্টের মতো ফিচার পাবে। i5 M60 ডুয়াল মোটর সহ একটি স্ট্যান্ডার্ড xDrive ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ পায়।
কবে থেকে পাওয়া যাবে গাড়ি
গাড়ির ভিতরে গাড়ি একটি স্পোর্টি এম স্পেসিফিক ট্রিমও পাবে নতুন ইলেকট্রিক মডেল। নতুন সব BMW-এর মতো i5 মডেলেও কনফিগারযোগ্য 12.3 ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং 14.9 ইঞ্চি সেন্ট্রাল কনসোল থাকবে। এর বুকিংও অনলাইনে করা হয়েছে। এই বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ির ডেলিভারি মে 2024 থেকে শুরু হবে।
Upcoming Electric Cars: বর্তমানে i5-এর ফ্ল্যাগশিপ সংস্করণ এবং এটি একটি স্ট্যান্ডার্ড হুইলবেস মডেলের ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। এই গাড়ির লম্বা হুইলবেস স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গেই পাওয়া যাবে। বর্তমানে গাড়ি পেট্রোল ও ডিজেল মডেল কাটছাট করছে। নতুন প্রজন্মের 5 সিরিজটি ডিজেল এবং পেট্রোলের সাথেও আসবে বলে আশা করা হচ্ছে। এই মডেলটি ভারত সহ সারা বিশ্বে BMW পোর্টফোলিওর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি। তবে CBU রুটে ভারতে আসার কারণে আপাতভাবে i5 এর প্রারম্ভিক মূল্য বেশি হতে পারে।
Elon Musk: ভারত সরকার সম্প্রতি নতুন ইভি নীতি জারি করে বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাগুলিকে ভারতের মাটিতে গাড়ি নির্মাণের জন্য আহ্বান জানিয়েছেন। আর এই নীতি জারির পর থেকেই বিশ্বের বাজারে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা টেসলার (Tesla in India) ভারতে জমি কেনা ও কারখানা নির্মাণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এখন স্থির হয়েই গিয়েছে যে টেসলা ভারতে আসবে। টেসলার পক্ষ থেকে একটি দল এই এপ্রিল মাসের শেষ দিকেই ভারতে আসতে চলেছে। ভারতের ঠিক কোথায় একটা উন্নতমানের কারখানা গড়ে তোলা যায়, সেটাই খতিয়ে দেখবে এই দল। জানা গিয়েছে, মহারাষ্ট্র, গুজরাত ও তামিলনাড়ুর দিকেই নজর আছে টেসলার এই দলের।
Tesla in India: ভারতে কারখানা বানাবে টেসলা, জমি দেখতে আসবেন এলন মাস্ক ?
Car loan Information:
Calculate Car Loan EMI