Bajaj Bikes: বাজাজ পালসারের (Bajaj Pulsar N160 Updates) একটি নতুন মডেল এসে গিয়েছে বাজারে। বাজাজ পালসার এন ১৬০। ১৬০ সিসির এই নতুন ভ্যারিয়ান্টে আছে ইউএসডি ফর্ক। শুধু তাই নয়, এই মডেল ছাড়াও বাজাজ আরও কিছু মডেলের আপডেট এনেছে বাজারে। পালসার ১২৫, পালসার ১৫০, পালসার ২২০এফ এই তিনটি মডেলেও এসেছে বেশ কিছু আপডেট। পালসারের এন১৬০ মডেলে দেখা গিয়েছে এলসিডি ডিসপ্লেটিও ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা যায়, এর অনেকগুলি রঙের ভ্যারিয়ান্টও এসেছে বাজারে।
নতুন কী ভ্যারিয়ান্ট এল
ইউএসডি ফর্ক ছাড়া, পালসার এন১৬০-এর (Bajaj Pulsar N160 Updates) মডেলে আর কোনও বড়সড় বদল চোখে পড়েনি। এই বাইকে থাকছে একটা ১৬৪ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যা অনেকটাই সাশ্রয়ী বলা চলে। ৮৭৫০ আরপিএমে ১৬ এইচপি শক্তি উৎপন্ন করে এই ইঞ্জিনে, ৬৭৫০ আরপিএমে টর্ক দেয় ১৪.৭ এনএম। এই বাইকের দাম বাজাজ ধার্য করেছে ১.৪০ লাখ টাকা।
নতুন ভ্যারিয়ান্টের কী ফিচার্স
পালসারের বড় এন২৫০ মডেলের (Bajaj Pulsar N160 Updates) মত এই এন১৬০ বাইকেও রয়েছে ৩টি এবিএস মোড- রোড, রেইন এবং অফরোড। এবিএস যেভাবে কাজ করবে সেভাবেই চলবে এর সিস্টেম আর আপনি চাইলে এই এবিএস সিস্টেম বন্ধও করে দিতে পারেন। এন১৬০ মডেলের চারটি রঙের ভ্যারিয়ান্ট আপনি পাবেন- লাল, সাদা, নীল ও কালো। পালসারের ইউএসডি ফর্ক ভ্যারিয়ান্টের দাম স্ট্যান্ডার্ড ভ্যারিয়ান্টের থেকে ৬০০০ টাকা বেশি।
এর পাশাপাশি, বাজাজ পালসার ১২৫, ১৫০ এবং ২২০এফ ভার্সনেও নতুন আপডেট এসেছে। এতে জুড়ে যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জার, এইসব বাইকের তিনটি করে রঙের ভ্যারিয়ান্টও নিয়ে এসেছে এই সংস্থা।
পাল্লা দেবে এই বাইকগুলিও
বাজারে বাজাজ পালসারের সঙ্গে টেক্কা দিতে হাজির টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ যার দাম ১ লাখ ২০ হাজার প্রায়। অন্যদিকে টিভিএসের অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি মডেলটিও টেক্কা দেবে বাজাজ পালসারকে। এর দাম ১ লাখ ২৭ হাজার টাকা প্রায়।
আর এরপরেই উঠে আসে ইয়ামাহা বাইকের নাম। এই বাইকটি পালসার ১৬০এনের সরাসরি প্রতিযোগী না হলেও এর একই দামের রেঞ্জের মধ্যে হওয়ায় এই বাইকটিও আপনি চাইলে দেখতেই পারেন যার দাম ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন: Tata Discount Offer: ১ লাখ টাকা সস্তায় পাবেন টাটা নেক্সন, বিপুল ছাড় দিচ্ছে টাটা
Car loan Information:
Calculate Car Loan EMI