সোমনাথ চট্টোপাধ্যায়: মহিন্দ্রার স্করপিও মডেল ভারতে বেশ জনপ্রিয়। এবার নতুন আরেকটি ভ্যারিয়ান্ট নিয়ে হাজির হল এই স্করপিও এন। এই রেঞ্জের যে গ্যাপ হয়েছিল কিছুদিন ধরে, সেই শূন্যস্থান পূরণ করতেই নয়া ভার্সন নিয়ে হাজির মহিন্দ্রা স্করপিও এন (Mahindra Cars)। আর সম্প্রতি বাজারে এসেছে মহিন্দ্রার স্করপিও এন জেড৮। এর মাধ্যমে জেড ৬ মডেলের উপরেই স্থান পাবে এই জেড ৮ রেঞ্জের গাড়ি। দাম এখানে খুবই গুরুত্বপূর্ণ। জেড ৮-এর নির্বাচিত মডেলের দাম কিন্তু রাখা হয়েছে ২০ লাখের মধ্যেই যা কিনা ডিজেল অটোমেটিক ইঞ্জিন নিয়ে বাজার এসেছে। ডিজেল (Mahindra Scorpio N Z8) অটোমেটিক মডেলের দাম ১৮.৯ লাখ টাকা। অন্যদিকে পেট্রোল ম্যানুয়াল ভার্সনের দাম ১৬.৯ লাখ টাকা, পেট্রোল অটোমেটিক ভার্সনের দাম রাখা হয়েছে ১৮.৪ লাখ টাকা। স্করপিওর (Mahindra Scorpio) এনজেড ৮ মডেলটি শুধু জেড৮ রেঞ্জের মডেলের থেকে অনেকটাই সস্তায় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে জেড৬ রেঞ্জের মডেলের তুলনায় ৭০ হাজার থেকে ১.৪ লাখ টাকা বেশি খরচ হতে পারে এই নতুন গাড়ি কিনতে।


স্টাইলের দিক থেকে জেড ৮ রেঞ্জের মধ্যে জেদ ৮ সিলেক্ট মডেলটি কখনও নিচু স্তরের গাড়ি বলে মনে হয় না। যে কোনও টপ এন্ডের স্করপিও এন মডেলের মতই আকর্ষণীয় বলে মনে হয়। নতুন মিডনাইট ব্ল্যাক রঙ ১৭ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল একে একটা অন্য মাত্রা দিয়েছে। গাড়ির ভিতরের ডিজাইনে বেশ একটা নতুন পুরনোর মিশেল এসেছে বলা চলে।


এই গাড়িতে কিন্তু কোনও ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল নেই, পুশ বাটন স্টার্ট নেই। পাওয়ার ফোল্ডিং মিরর, অটো হেডল্যাম্প নেই। তবে আপনি একেবারে বেসিক জিনিস যেমন সানরুফ, ৮ ইঞ্চির টাচস্ক্রিন, কানেক্টেড কার টেকনোলজি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ৬টা এয়ারব্যাগ, রিয়ার ডিস্ক ব্রেক এবং আরও অনেক কিছু। এর মধ্যেই সব ফিচার্স কভার করে নেওয়া হয়েছে, কিছু বাদ গেলেও খুব একটা ক্ষতি হবে না চালকের। এই গাড়ির এখনকার ভার্সনের মধ্যে সবথেকে আলোচনায় আছে এর ২.২ লিটার ডিজেল ভ্যারিয়ান্টটি। এতে দারুণ রিফাইনমেন্ট রয়েছে, শক্তিও অনেক বেশি। জিপ, জ্যাপ ও জুম এই তিনরকম ড্রাইভ মোডও পাওয়া যাবে এই ডিজেল ভার্সনে।


স্করপিও এনের সমস্ত ভ্যারিয়ান্টে স্টিয়ারিং বেশ খানিকটা হালকা, তাই শহরের মধ্যে এই গাড়ি চালাতে খুব একত্রা অসুবিধা হয় না। রাইড প্লাস হ্যান্ডলিং-এ অনেকটাই বদল আনা হয়েছে। ডিজেল ভার্সনটি এখন চর্চায়। এর যা দাম, যে রকম লুকস আর যা ফিচার্স সব মিলিয়ে হটকেক এখন মহিন্দ্রার স্করপিও এন জেড৮।   


আরও পড়ুন: Mahindra & Mahindra: ধাক্কা টাটা মোটর্সকে! গাড়িবাজারে একলাফে দ্বিতীয় স্থানে আরেক দেশীয় সংস্থা


Car loan Information:

Calculate Car Loan EMI