Bike News: সাধারণত ভারতের বাজারে ১০০ সিসির সেরা মাইলেজের বাইকের বেশি চাহিদা। তবে যারা ১৫০ সিসির বাইক পছন্দ করেন, তাদের সংখ্যাও খুব একটা কম নয়। ১৫০ সিসি থেকে ২০০ সিসির বাইক তারা পছন্দ করেন। এই ১৫০ সিসির সেগমেন্টের (Best 150 ccc Bike) বাইক মূলত তরুণ যুবকদের বেশি পছন্দের। এখন দেখে নেওয়া যাক ১৫০ সিসির বাইকের দুনিয়ায় ভারতের বাজারে হোন্ডা থেকে ইয়ামাহা এমন অনেক মডেল রয়েছে যেগুলির ব্যাপক বিক্রি হয়।
Honda Unicorn
১৬২.৭১ সিসির ইঞ্জিনের হোন্ডার বাইক আসলে একটি ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিনের বাইক। এই ইঞ্জিনে আপনি পাবেন ১৪.৫৮ এনএমের টর্ক, ১২.৯১ পিএসের শক্তি দেবে এই বাইকে। এতে আবার ৫ স্পিডের গিয়ারবক্সও রয়েছে। সংস্থার সূত্র অনুসারে এই হোন্ডার বাইকে আপনি পাবেন ৬০ কিমির মাইলেজ। এতে অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, স্পিডোমিটার, ট্যাকোমিটার, কিল সুইচ, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ রয়েছে এই বাইকের ফিচার্সের তালিকায়। হোন্ডা ইউনিকর্ন বাইকের দাম ১.০৯ লাখ টাকা।
Yamaha FZ-FI V3
একটা স্পোর্টি লুকে বাজারে আসবে ইয়ামাহার এই বাইক। ১.১৬ লাখের মধ্যেই পাবেন ইয়ামাহার এই বাইকের মডেল। এর ১৪৯ সিসির এয়ার কুলড ইঞ্জিনে ১২.৪ পিএসের শক্তি এবং ১৩.৩ এনএমের টর্ক রয়েছে। এতে আবার ৫ স্পিডের ট্রান্সমিশন রয়েছে। এই বাইকে আপনি ৪৯.৩ কিমির মাইলেজ পাবেন। আর ফিচার্সের মধ্যে ইয়ামাহার এই মডেলে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার, ট্যাকোমিটার, ইলেকট্রিক স্টার্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, পার্কিং রেকর্ড রয়েছে।
Bajaj Pulsar 150
সেরা ১৫০ সিসির ইঞ্জিনের তালিকায় চতুর্থ স্থানে আছে বাজাজ পালসারের এই মডেল। এতে আছে ১৪৯.৫ সিসির ইঞ্জিন। সংস্থার দাবি অনুসারে ৪৭ কিমির মাইলেজ দেবে এই বাজাজ পালসার বাইক। বাজাজ পালসার ১৫০-তে রয়েছে একটি স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ারে পজিশন ইন্ডিকেটর, এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেটর, সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম, বাল্ব ইন্ডিকেটরের ফিচার্স। এই বাইকের মডেলের দাম পড়বে ১.১৫ লাখ টাকা।
Hero Xtreme 160R
হিরো মোটোকর্প সংস্থা হিরো এক্সট্রিমের ১৬০আর মডেল বাজারে এনেছে কিছুদিন আগেই। দামও খুব কম এই বাইকের। মাত্র ১.২১ লাখ টাকাতেই আপনি ঘরে আনতে পারেন এই বাইক। ৫টি রঙের ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাচ্ছে এই বাইক। গ্রে রেড স্ট্রিপ, ইন্ডাস্ট্রিয়াল লাইট গ্রে, ম্যাট স্যাফায়ার ব্লু ইত্যাদি। ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এই বাইকে। এতে আবার ৫ স্পিডের গিয়ারবক্সও কানেক্ট করা আছে।
আরও পড়ুন: Mahindra Thar Roxx: ১৫ অগাস্ট আসছে Roxx, চোখ টানবে দুরন্ত ফিচার! টক্কর দামেও
Car loan Information:
Calculate Car Loan EMI