Best 160 cc Bikes: ভারতের তরুণদের মধ্যে এই ধরনের রেসিং বাইকের চাহিদা এখন খুবই বেশি। স্পোর্টি লুক এবং শক্তিশালী ইঞ্জিনে সত্যিই নজর কাড়ে এই বাইকগুলি (Best 160cc Bikes)। শুধু তাই নয়, ১৬০ সিসির এইসব বাইকে পাওয়া যায় দুর্দান্ত মাইলেজ। আর এই তালিকায় রয়েছে বাজাজ এবং টিভিএস সংস্থার কয়েকটি বাইক (Best Bikes)। ফিচার্সও দুরন্ত পাওয়া যাবে এই বাইকগুলিতে।
TVS Apache RTR 160 4V
টিভিএসের সবথেকে জনপ্রিয় এবং বেস্টসেলার বাইকগুলির মধ্যে রয়েছে টিভিএসের অ্যাপাচি আরটিআর এই মডেলটি। এটি বলা চলে এই সংস্থার সবথেকে উন্নত বাইকগুলির মধ্যে একটি। বাজারে এর নতুন ডিজাইন আর নতুন লুকের হেডলাইটে সাড়া পড়েছে, বেড়েছে বিক্রিও। এছাড়াও স্মার্ট কানেক্ট টেকনোলজি রয়েছে এই বাইকে। এই বাইকে রয়েছে তিনটি রাইড মোড – রেইন, আর্বান, স্পোর্ট।
এই বাইকে রয়েছে ১৫৭.৯ সিসির সিঙ্গল সিলিন্ডার ৪ ভালভ অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে তৈরি হয় ১৫.৪২ বিএইচপি শক্তি এবং ১৪.১৪ এনএমের টর্ক। একইসঙ্গে এটিতে ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্সও রয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, এই বাইকে ৪৫ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। বাইকের এক্স শো-রুম দাম ধরা হয়েছে ১.১৯ লাখ টাকা থেকে ১.৪১ লাখ টাকা।
Bajaj Pulsar N160
বাজাজ অটো সম্প্রতি তাদের প্রথম সিএনজি বাইক বাজারে এনেছে। কিন্তু বাজাজের পালসার এন ১৬০ মডেলটিই এর একমাত্র বেস্টসেলার মডেল হিসেবে বাজারে খ্যাত। এতে রয়েছে ১৬৪.৮২ সিসির ইঞ্জিন যাতে ১৪.৬৫ এনএমের টর্ক উৎপন্ন হয় এবং ১৬ পিএসের শক্তি উৎপন্ন হয়।
এই বাইকে পাওয়া যাবে ৫১.৬ কিমির মাইলেজ। ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে বাজাজ পালসারের এই মডেলে, রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, রাইড কানেক্ট সিস্টেমও রয়েছে এতে। এই বাইকের এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ১.৩০ লাখ টাকা। কালো, নীল এবং লাল এই তিনটি রঙের ভ্যারিয়ান্টে মিলবে এই বাইক।
Hero Xtreme 160R 4V
সবশেষে তালিকায় হিরোর এই বাইকটির নাম না লিখলেই নয়। বাজারে আসার পর থেকেই এই মডেলটি নিয়ে চর্চা শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড, কানেক্টেড এবং প্রো এই তিনটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই বাইক। হিরো এক্সট্রিম বাইকে রয়েছে ১৬৩ সিসির ৪ ভালভের এয়ার কুলড ইঞ্জিন যাতে ১৬.৬৫ বিএইচপির শক্তি এবং ১৪.৬ এনএমের টর্ক পাওয়া যাবে।
এই সংস্থার সূত্র ধরে বলা যায়, এই বাইকে প্রতি লিটারে ৪৫ কিমি রাস্তা যাওয়া যায়। দেখতে যেমন দারুণ, তেমনি এর ফিচার্সও দুরন্ত। ১.২৭ লাখ টাকা থেকে এর দাম শুরু। টপ এন্ড ভার্সনের দাম পড়বে ১.৩৬ লাখ টাকা।
আরও পড়ুন: Xiaomi SU7: মোবাইল কোম্পানি শাওমি আনছে গাড়ি, কেমন দেখতে , ভারতে আসছে কবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI