Electric Scooter: ইলেকট্রিক স্কুটারই আসলে দেশের ভবিষ্যৎ যানবাহন। পরিবেশ দূষণ রোধে এই ইলেকট্রিক স্কুটারগুলিই ভরসা। তাছাড়া জ্বালানির যে বর্ধিত খরচ তার সঙ্গে পাল্লা দিতেও বাজারে নিত্য নতুন ইলেকট্রিক স্কুটার। শব্দদূষণও ঘটায় না এই ইলেকট্রিক স্কুটারগুলি। পেট্রোলচালিত স্কুটারের তুলনায় এগুলির রানিং কস্ট অনেকটাই কম। চলুন দেখে নেওয়া যাক, ভারতের সেরা ৪ ই-স্কুটারের হাল-হকিকত। অল্প দূরত্বে যাওয়ার জন্য, বাচ্চাদের চালানোর জন্য এই ইলেকট্রিক স্কুটারগুলি দামে ও মানে দুটি ক্ষেত্রেই একেবারে উপযুক্ত।


Yugbike Electric Scooter (Lead Acid Battery)


একবার চার্জ দিলেই ছুটবে ৫০ কিলোমিটার। মাইলেজের দিক থেকে এবং ফ্লেক্সিবিলিটির দিক থেকে তিনটি আলাদা আলাদা মোড রয়েছে এতে। চমকপ্রদ বিষয় হল এতে আবার অ্যান্টি-থেফট অ্যালার্মও রয়েছে। ৬০ ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি রয়েছে এই স্কুটারে। উল্লেখ্য যে, ১ বছরের লেড ব্যাটারির ওয়্যার‍্যান্টি, চার্জারের ৬ মাস ওয়্যার‍্যান্টি রয়েছে এই স্কুটারের ক্ষেত্রে। এর দাম পুরোপুরি ৭০ হাজার টাকা।


EOX E1 Electric Scooter


EOX স্কুটারের মধ্যে আছে ২৫০ ওয়াটের BLDC মোটর যা একইসঙ্গে ক্ষমতাসম্পন্ন এবং জলপ্রতিরোধী। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টায় গতি তুলতে পারবে এই EOX Electric Scooter। এর ডুয়াল ব্রেকিং সিস্টেম শহরের অলিগলিতে চালাতে সাহায্য করে। নিরাপত্তার দিক থেকেও এটি অনেক উন্নত। সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় এতে একটি ড্রাম ব্রেক লাগানো আছে। ২০০ কিলো পর্যন্ত ওজন নিতে পারে এই স্কুটার আমাজনে যার দাম ৭২,৯৯৯ টাকা।


Yugbike Electric Scooter (Lithium Battery)


এই স্কুটারের দাম একটু বেশি, ৯০ হাজার টাকা। কিন্তু দাম বেশি হলে কি হবে, ফিচার্স দেখলে চমকে উঠতে হয়। Yugbike-এর এই মডেলটির ক্ষেত্রে একবার চার্জ দিলে টানা ৭০ কিমি পর্যন্ত যেতে পারে এই স্কুটার। চার্জ দিতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে পারে এই স্কুটার।


Hero V1 Pro VIDA


Hero ব্র্যান্ডও পিছিয়ে নেই এই দৌড়ে। হিরোর নতুন মডেল Hero V1 Pro Electric Scooter। টু-হুইলারের দুনিয়ায় হিরো বরাবর ভরসাযোগ্য ব্র্যান্ড। এর রেঞ্জ ১১০ কিলোমিটার, অর্থাৎ একবার চার্জ দিলে টানা ১১০ কিমি পথ যেতে পারে স্কুটারটি। দামও সেদিক থেকে একটু বেশি ১,৪৫,৯০০ টাকা। নতুনত্ব বলতে ওভার-দ্য-এয়ার প্রযুক্তি। আর এই প্রযুক্তির উপর দাঁড়িয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই হিরো ভি ওয়ান স্কুটার। অন্যান্য বেশ কিছু ফিচার্সের পাশাপাশি এর মধ্যে অতিরিক্ত রয়েছে চারটি মোড- ইকো, রাইড, স্পোর্টস, কাস্টম মোড।


আরও পড়ুন: Top SUV 2023 : মারুতি হোক বা হুন্ডাই ! এ বছর কোন SUV অন্যতম সেরা বাছাই ?


Car loan Information:

Calculate Car Loan EMI