E-Cycle Below 10K: বৈদ্যুতিন গাড়ি-বাইকের উপরেই এখন ভরসা বাড়ছে ভারতের সকল মানুষের। এই সমস্ত গাড়ি-বাইকের দাম অনুপাতে বেশি হলেও রানিং কস্টের কথা ভাবলে অনেক সস্তায় চালানো যায়, খরচ অনেক কমে। এই দৌড়ে পিছিয়ে নেই ইলেকট্রিক সাইকেলও (Electric Cycle)। বাইক-স্কুটারের মত বৈদ্যুতিন সাইকেলও (E-Cycle Price) বহু মানুষের পছন্দ। দেশের বাজারে এমন তিনটি সেরা এবং জনপ্রিয় ই-সাইকেল রয়েছে যেগুলি মাত্র ১০ হাজারের মধ্যেই পাওয়া যাবে এবং একবার চার্জ দিলে খুবই ভাল রেঞ্জ পাবেন। কোন তিনটি সাইকেল রয়েছে এই তালিকায় ?


Hybrid 26T Carbon Steel Bike


এই ই-সাইকেলের কথা সবথেকে বেশি আলোচিত হয় ভারতে। ৩৬ ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারি লাগানো আছে এই সাইকেলে। একবার চার্জ দিলে এই সাইকেলে যাওয়া যাবে ৩৫ কিমি রাস্তা। এছাড়াও একটি ২৫০ ওয়াটের বিএলডিসি হাব মোটর এখানে লাগানো আছে। এই সাইকেল আপনি পাবেন মাত্র ৭৯৯০ টাকায়।


Voltebyk Maxx MTB bike


ভারতের জনপ্রিয় এবং বেস্টসেলার সাইকেলের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই সাইকেলটি। ডুয়াল ভি ব্রেক এবং এর সঙ্গে ডাবল ভালভ অ্যালয় রিম রয়েছে এই সাইকেলে। শুধু তাই নয়, ফ্রন্ট সাসপেনশন এবং ডাবল ওয়াল অ্যালয় লাইট ফ্রেমের সঙ্গে এই সাইকেল ফিট করানো আছে। মাত্র ৬৯৯০ টাকাতেই পাবেন এই ই-সাইকেল।


Jaguar Red Fat Bike


জাগুয়ার বৈদ্যুতিন সাইকেল তরুণ যুবক এবং কিশোরদের মধ্যে খুবই জনপ্রিয়। এই সাইকেলে আছে ৩৬ ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে এই সাইকেলে একবার সম্পূর্ণ চার্জে যাওয়া যাবে ৩৫ কিমি রাস্তা। এমনকী তিনটি আলাদা আলাদা রাইডিং মোডও রয়েছে এই সাইকেলে। বাজারে ডুয়াল ডিস্ক ব্রেকের সঙ্গেই পাওয়া যাবে এই বৈদ্যুতিন সাইকেল। তবে অন্য দুটি সাইকেলের মত এর দাম ১০ হাজারের মধ্যে না হলেও খানিক বেশি। ১৩,৯৯০ টাকাতে পাওয়া যাবে এই বৈদ্যুতিন সাইকেল। এই সাইকেলের সঙ্গে বিনামূল্যেই গ্রাহকরা সমস্ত সরঞ্জাম পাবেন।


ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রাজ্য সরকার বৈদ্যুতিন গাড়ি-বাইক বা স্কুটারের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে এই রাজ্যে আরও সস্তায় মিলবে ইভি গাড়ি বা বাইক। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: EV Car: সস্তায় পাবেন বৈদ্যুতিন গাড়ি, ১ লাখ টাকা ভর্তুকি দেবে সরকার- কোথায় ?


Car loan Information:

Calculate Car Loan EMI