Electric Vehicle Subsidy: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা দিনে দিনে বাড়ছে। পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কারণে বৈদ্যুতিন গাড়ির (EV Car) উপরেই ভরসা রাখছেন মানুষ। তবে সাধারণ গাড়ির থেকে এই বৈদ্যুতিন গাড়ির দাম তুলনায় অনেক বেশি হয়। এই অত্যধিক দামের কারণে অনেকেই পিছিয়ে আসেন এই গাড়ি কেনা থেকে। আর এবারে উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন গাড়ির (EV Subsidy) উপর সর্বোচ্চ ১ লাখ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে।


পরিবেশ-বান্ধব এই বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেই উৎসাহ দেওয়া হচ্ছে গাড়িপ্রেমী এবং সাধারণ মানুষের। এবার তাই উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন গাড়ি কিনলে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে ঘোষণা করেছে।


ভর্তুকি দেবে এই সরকার


উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি সাধারণ মানুষকে বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য উৎসাহ দিতে এই গাড়ির উপর ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। চালু হয়েছে নতুন বৈদ্যুতিন গাড়ি নীতি। এই নীতি এখন আগামী ২০২৭ সাল পর্যন্ত কার্যকর (EV Subsidy) থাকবে। তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের মানুষ বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য ১ লাখ টাকা পর্যন্ত এবং বৈদ্যুতিন বাইক বা স্কুটার কেনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।


২ লক্ষ গাড়িতে ভর্তুকি দেওয়া হবে


তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ সরকার এই বৈদ্যুতিন গাড়ির নীতি চালু করেছে। এই নীতিই আগামী ২০২৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই নীতির অধীনে ২ লক্ষ বৈদ্যুতিন গাড়িকে ভর্তুকি দেওয়া হবে। শুধু তাই নয়, বৈদ্যুতিন তিন চাকার গাড়ি কিনলেও ১২ হাজার টাকা ভর্তুকি দেবে উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে ২ লক্ষ বৈদ্যুতিন বাসকেও ভর্তুকি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আবার সম্প্রতি এই সরকার জানিয়েছে হাইব্রিড গাড়ির উপর সমস্ত রোড ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হবে।


কত টাকা ধার্য করেছে সরকার


বৈদ্যুতিন গাড়ির নীতি (EV Subsidy) চালু রাখতে উত্তরপ্রদেশ সরকার মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বাজেটের মধ্যে শুধু বৈদ্যুতিন দু-চাকার গাড়ির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে চার চাকার জন্য বরাদ্দ হয়েছে ২৫০ কোটি টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Car loan Information:

Calculate Car Loan EMI