Bike News: তরুণদের মধ্যে স্পোর্টস বাইক কেনার প্রবণতা খুব বেশি। এই ধরনের স্পোর্টস বাইকের এখন আলাদা করে চাহিদা বাড়ছে বাজারে। তরুণরা অ্যাপাচি এবং পালসারের মত বাইককে গুরুত্ব দিতে শুরু করেছে। এর মূল কারণ হল এই বাইকের (Bike News) শক্তিশালী ইঞ্জিন এবং স্পোর্টি লুক, এছাড়া এই ধরনের বাইকগুলি দৈনন্দিন ব্যবহারের জন্যও দারুণ ভাল। অনেকেই মনে করেন স্পোর্টস বাইকের দাম অত্যন্ত বেশি। আপনি যদি ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে বাইক (Best Sports Bike) কেনার পরিকল্পনা করেন, তাহলে এই তিন বাইক অন্যতম বিকল্প হতে পারে।
TVS Apache RTR 160 4V
এই তালিকায় প্রথমেই থাকবে টিভিএসের এই দারুণ স্পোর্টস বাইক। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ২৬ হাজার টাকা। ১৬০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে যা ১৭.৪ বিএইচপি শক্তি ও ১৪.৭৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই ফোর ভি সেগমেন্টে প্রথম র্যাম এয়ার কুলিং ফিচার্স রয়েছে যা ইঞ্জিন থেকে উৎপন্ন তাপকে প্রায় ১০ ডিগ্রি কমিয়ে দেয়। অয়েল কুলিং সহ এই বাইকে ১১৪ কিমি মাইলেজ এবং কার্ভ ভ্যারিয়ান্টে সর্বোচ্চ ১১৩ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ উঠতে পারে।
Bajaj Pulsar NS 160
আপনার জন্য দ্বিতীয় সেরা বিকল্প হল বাজাজের পালসার এনএস ১৬০ বাইকটি। এই বাইকের প্রাথমিক দাম শুরু হয় ১ লাখ ২৪ হাজার টাকা থেকে। এই বাইকে রয়েছে ১৬০ সিসির টুইন স্পার্ক। বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটি সরাসরি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি, হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি এবং ইয়ামাহা এফজেড এস ও সুজুকি গিক্সারের সঙ্গে প্রতিযোগিতা করবে পাল্লা দিয়ে। এই বাইকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ১৭ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে।
Yamaha FZ-S FI V4
এই তালিকায় তৃতীয় বাইকটি হল ইয়ামাহা এফজেড এস। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা। এই মোটরবাইকের ফিচার্সের মধ্যে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ফ্রন্ট রিয়ার ডিস্ক ব্রেক, একটি সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম, মাল্টি ফাংশনাল এলসিডি ক্লাস্টার, এলইডি হেডলাইট, টায়ার হ্যাঙ্গিং রিয়ার মাডগার্ড, লোয়ার ইঞ্জিন গার্ড ও ব্লুটুথ কানেক্ট অ্যাপ ফেসিলিটি।
আরও পড়ুন: Upcoming SUV: তিন-তিনটে দারুণ SUV এল বাজারে, লুক আর ফিচার্সেই করবে বাজিমাত
Car loan Information:
Calculate Car Loan EMI