Best Cars: ভারতের বাজারে এখন ধীরে ধীরে টার্বো পেট্রোল গাড়ির চাহিদা বাড়ছে। অন্যান্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করছে এই টার্বো পেট্রোলের গাড়িগুলি (SUV Cars)। তবে সব গাড়ি আবার ১০ লাখের মধ্যে পাওয়া যায় না। তবে সব এন্ট্রি লেভেলের এসইউভিগুলি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন সহ বাজারে আসে, তবে কিছু কিছু মডেলে (SUV Cars) আবার টপ এন্ড ট্রিম টার্বো পেট্রোল ভার্সনও থাকে। একটা টার্বো পেট্রোল ইঞ্জিনের পারফরম্যান্স অনেক বেশি ভাল হয়। আর অন্যদিকে তেল খরচও সাশ্রয়ে থাকে। এখানে এমনই সেরা তিনটি এসইউভির কথা বলা হল।


টাটা নেক্সন


অন্যতম জনপ্রিয় SUVগুলির মধ্যে অন্যতম হল টাটা নেক্সন। আর এর নতুন রূপে এটি বাজারে খুবই হিট হয়েছে। টাটা মোটরস সম্প্রতি তাঁদের গাড়ির দাম (Tata Nexon) সাধ্যের মধ্যে এনেছে এবং এর নতুন মডেলগুলির মধ্যে টাটা নেক্সনের মডেলটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। নেক্সন পেট্রোল ইঞ্জিনে ১.২ লিটার টার্বো ইউনিট রয়েছে যা কিনা ১২০ বিএইচপি ও ১৭০ এনএম ক্ষমতা উৎপন্ন করে যা একে এর দাম অনুপাতে অন্যতম শক্তিশালী গাড়ির আখ্যা দিয়েছে। এন্ট্রি লেভেলের নেক্সন মডেলটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ আসছে বাজারে।


মহিন্দ্রা XUV 3XO


মহিন্দ্রার এই নতুন মডেলটি বুকিংয়ের দিক থেকে একেবারে সব রেকর্ড ভেঙে ফেলেছে। আর এর এই সাফল্যের কারণ হল অত্যাশ্চর্য দাম, আকর্ষণীয় দাম। মাত্র ৭.৪ লাখ টাকা থেকেই শুরু হচ্ছে মহিন্দ্রার XUV 3XO মডেলের (Mahindra XUV 3XO) দাম। এতে আছে ১.২ লিটার টার্বো পেট্রোল ইউনিট, এর ভ্যারিয়্যান্টগুলির মধ্যে রয়েছে MX1, MX2 PRO, MX3 and AX5। তবে এর মধ্যে MX3 মডেলটি বেশ ভাল।


মারুতি সুজুকি ফ্রঙ্কস


মারুতি সুজুকির (Maruti Suzuki Fronx) একমাত্র মডেল এই ফ্রঙ্কস যাতে কিনা টার্বো পেট্রোল ইঞ্জিন আছে। ১০০ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করে এর টার্বো পেট্রোল ইউনিটটি। এতে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিডের টর্ক কনভার্টার রয়েছে। আর এই মডেলের দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। যদি আপনি ম্যানুয়াল মডেল নিতে চান তাহলে এই দামেই পেয়ে যাবেন। আর যদি ডেল্টা প্লাস তার্বো মডেল চান তাহলে আরও কমে যাবে দাম, নেমে আসবে ১০ লাখের নিচে।


আরও পড়ুন: Bike Mileage: বাইকে আরও ভাল মাইলেজ পেতে চান ? এই টিপসগুলি কাজে লাগবে


Car loan Information:

Calculate Car Loan EMI