Suzuki Bikes: জাপানি টু-হুইলার প্রস্তুতকারক কোম্পানি সুজুকি ২০২৩ মডেলের  বিখ্যাত নিও-রেট্রো বাইক SV 650 লঞ্চ করেছে৷ এই বাইকটি স্ট্যান্ডার্ড ও  ABS-এর মতো দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই নতুন আপডেটেড বাইকটি সলিড আয়রন গ্রে, গ্লাস স্পার্কল ব্ল্যাক, মেটালিক রিফ্লেক্টিভ ব্লু রঙে বাজারে পাওয়া যাবে।


Suzuki SV650: ২০১৭ সালে ফের বাজারে আনা হয় এই বাইক
সুজুকি প্রথম এই বাইকটি ১৯৯৯ সালে আমেরিকা ছাড়াও অন্যান্য বাজারে প্রথমবার লঞ্চ করেছিল। এই স্পোর্টি রোডস্টার বাইকটি ৭০-এর দশকের নিও-রেট্রো লুকে তৈরি করা হয়েছে। Suzuki ২০০৯ সালে SFV650 Gladius-এর সঙ্গে এই বাইকটি বদলে দেওয়া হয়। মূলত, বাইকের বিষয়ে ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে ফের ২০১৭ সালে বাজারে লঞ্চ করা হয়েছিল এই বাইক।


Suzuki SV650: ডিজাইন কেমন এই বাইকের ?
এই বাইকটি একটি টিউবুলার স্টিলের ট্রেলিস ফ্রেমে তৈরি করা হয়েছে। এই বাইকে একটি উঁচু সিঙ্গল-সিট রয়েছে । এই বাইকে ট্রাই অ্যাঙ্গল ভিউ মিরর দেওয়া হয়েছে পিছনে। প্রশস্ত হ্যান্ডেলবার, গোলাকার LED হেডল্যাম্প, সম্পূর্ণ LCD ইন্সট্রুমেন্ট কনসোল ও একটি ১৪.৫-লিটার জ্বালানি ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। সঙ্গে ক্রোম ব্যবহার করা হয়েছে এই টু-হুইলারে। গোলাকার, একজস্ট পাইপ পাবেন বাইকে। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে একটি পাতলা এলইডি টেললাইট, ডানলপ রোড স্মার্ট III টায়ার দেওয়া হয়েছে এই নিও রেট্রো বাইকে।


Suzuki Bikes:বাইকের বৈশিষ্ট্য দেখে নিন
সুজুকির এই বাইকটিতে ডুয়াল-চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম রয়েছে। যার উভয় পাশে ডিস্ক ব্রেক ও 4-পিস্টন টোকিকো ক্যালিপার পাবেন ক্রেতা। বাইকের সামনে 41mm টেলিস্কোপিক সাসপেনশন সহ পিছনে একটি লিঙ্ক-টাইপ মনো-শক ইউনিট রয়েছে।


Suzuki SV650: কী ইঞ্জিন রয়েছে বাইকে ?
এই বাইকে ইউরো 5 স্ট্যান্ডার্ড 654cc লিকুইড-কুলড, DOHC, V-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্চ 73 hp শক্তি ও 64 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করে। এই বাইকে একটি 6-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। মার্কিন বাজারে এই বাইকের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম $7,399 অর্থাৎ প্রায় 5.9 লক্ষ টাকা রেখেছে কোম্পানি। এই বাইকের ABS ভেরিয়েন্টের দাম $7,849 রেখে সুজুকি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা  প্রায় 6.25 লক্ষ টাকা।


আরও পড়ুন : Mahindra XUV 400 বুক করার আগে জেনে নিন এই তথ্য, অন্যথায় ভুগতে হবে


Car loan Information:

Calculate Car Loan EMI