Electric Scooter: ভারতের বাজারে এবার নয়া স্কুটার আনতে চলেছে বিএমডব্লিউ। জার্মান গাড়ি-বাইক নির্মাতা সংস্থা এই বিএমডব্লিউ ভারতে বড়সড় লঞ্চ প্রোগ্রাম করতে চলেছে এবারে। আগামী মাসে ১ অক্টোবর বাজারে আসতে চলেছে বিএমডব্লিউর (BMW Scooter) নয়া স্কুটার। এর আগে কোম্পানিটি ভারতের বাজারে নিয়ে এসেছিল বিএমডব্লিউ সিই ০৪ (Electric Scooter)। এটি সম্পূর্ণরূপে বিদেশে তৈরি একটি স্কুটার। তবে এই সিই ২ মডেলটি তার দেশীয় সহযোগী সংস্থা টিভিএসের সাহায্যে বাজারে নিয়ে আসবে বলেই জানা গিয়েছে।
BMW CE 02-এর স্টাইলিশ লুক
নতুন বিএমডব্লিউ সিই ০২ একটি ইলেকট্রিক পাওয়ারট্রেন সহ একটি স্কুটার এবং একটি মোটরসাইকেলের মধ্যে শক্তি সরবরাহ করবে। এই স্কুটারের ডিজাইন মূলত ফিউচারিস্টিক। এই ইলেকট্রিক স্কুটারে একটি ফ্ল্যাট সিট দেওয়া হয়েছে। চাঙ্কি এলইডি হেডল্যাম্পও এতে ইনস্টল করা হয়েছে। কোম্পানি বলছে যে এই স্কুটারের সামনের অংশে প্রিমিয়াম কম্পোনেন্ট হিসেবে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে। এর পিছনে একটি মনোশক ইনস্টল করা হয়েছে। এই স্কুটারে ১৪ ইঞ্চির একটি চাকা লাগানো আছে।
BMW স্কুটারের পাওয়ারট্রেন
বিএমডব্লিউ স্কুটার একটি শক্তিশালী পিএমএস এয়ার-কুলড বৈদ্যুতিন মোটরের সঙ্গে বাজারে এসেছে। এই মোটরটিতে ব্যাটারি প্যাকের দুটি বিকল্প পাওয়া যায়। এই ইভিতে ১১ কিলোওয়াটের একটি ব্যাটারি প্যাক রয়েছে যাতে ১৪.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এই ব্যাটারি প্যাকের সাহায্যে স্কুটারের টপ স্পিড ওঠে ৯৫ কিমি প্রতি ঘণ্টায়। এর ৪ কিলোওয়াটের ব্যাটারি প্যাক সহ ৫.৩ বিএইচপি শক্তি প্রদান করে, এই ব্যাটারি প্যাকের সঙ্গে টপ স্পিড ৪৫ কিমি প্রতি ঘণ্টায় পাওয়া যায়।
BMW স্কুটারের দাম কত
জার্মান গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লিউ এখনও এর সিই ০২ মডেলের দাম প্রকাশ্যে কিছু জানায়নি। তবে এর ইভিটির দাম সিই ০৪-এর থেকে অনেক কম হতে পারে। যেখানে বিএমডব্লিউ সিই ০২ সম্পূর্ণরূপে ভারতে তৈরি, সেখানে এই স্কুটারের দাম হবে ৫ লাখ টাকার মধ্যেই। বিএমডব্লিউ সিই ০৪ ভারতে আনা হয়েছিল ১৪.৯০ লক্ষ টাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Royal Enfield: এই বছরই তিন তিনটে নতুন ভ্যারিয়ান্ট আনবে রয়্যাল এনফিল্ড, কত দামে পাবেন ?
Car loan Information:
Calculate Car Loan EMI