Dharmendras Health : এক সময় তাঁর ম্যাচো ইমেজে ভিড় জমত সিনেমা হলে। বয়সের ভারে আজ হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন তিনি। অভিনেতার সুস্থতা কামনায় প্রার্থনা করছে দেশবাসী। বলিউড়ের অতীত ঘাঁটলে দেখা যাবে, তারকার বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন শোলের বীরু। ৬৫ বছর ধরে তাঁর বাড়িতে রয়েছে পুরনো সেই ছোট গাড়ি। প্রথম জীবনের 'সঙ্গীকে' বিক্রি করে দেননি তিনি।
আজও দেখতে নতুনের মতোঅভিনয় জগতে প্রবেশের পর ধর্মেন্দ্র নিজের জন্য একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। এই গাড়ির বিশেষত্ব ধর্মেন্দ্রের বাড়িতে এর স্থান। পুরনো হয়ে গেলেও তা রয়ে গেছে গ্যারেজে। ৬৫ বছর ধরে এটি রক্ষণাবেক্ষণ করেছেন বলিউড তারকা। আজও এটি দেখতে একেবারে নতুন গাড়ির মতো।
ধর্মেন্দ্র তার প্রথম গাড়ির একটি ভিডিও শেয়ার করেছেনবলিউড সুপারস্টার ধর্মেন্দ্র প্রায় চার বছর আগে তার প্রথম গাড়ির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ধর্মেন্দ্র বলেছেন, তার প্রথম গাড়িটি ছিল একটি ফিয়াট, যা তিনি তার স্ট্রাগলের বছরগুলিতে কিনেছিলেন। তিনি এটিকে তার প্রিয় গাড়ি হিসাবে বর্ণনা করেছেন। বলিউড সুপারস্টার এই গাড়িটি ছাড়াও বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও চালিয়েছেন। তবে, এই ফিয়াট গাড়িটি ছিল তার জীবনের প্রথম গাড়ি, যা তিনি কিনে সবসময় নিজের কাছে রেখেছিলেন।
ধর্মেন্দ্রর প্রথম গাড়িটির দাম কত ?বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র তার সোশ্যাল মিডিয়া বন্ধুদের কাছে তার প্রথম গাড়িটি দেখানোর সময় এর দামও প্রকাশ করেছিলেন। তিনি জানান, ১৯৬০ সালে ১৮,০০০ টাকায় এই গাড়ি কিনেছিলেন তিনি। বলিউডের হি-ম্যান বলেছেন, ১৮,০০০ টাকা সেই সময়ে অনেক টাকা ছিল। ধর্মেন্দ্র এখনও গাড়িটিকে নতুনের মতো করে রাখেন। এই গাড়ি প্রমাণ করে, হাজারো নতুনের ভিড়ে পুরনোকে ভুলে যাননি বলিউডের হি-ম্যান।
Car loan Information:
Calculate Car Loan EMI