সোমনাথ চট্টোপাধ্যায়: আরও একটি ঝাঁ-চকচকে সেডান আসছে ভারতের বাজারে। একেবারে প্রিমিয়াম সেডান। বিশ্বের বাজার থেকে ভারতের বাজারে নজর BYD Seal-এর। ডুয়াল মোটর লে-আউটে এটি নাকি ৭০০ কিমির রেঞ্জ দেবে। প্রিমিয়াম সেডানের (BYD Seal) অবিশ্বাস্য ফিচার্সে ঠাসা এই মডেল ভারতের বাজারে নিয়ে আসছে BYD Seal। বাজারে এলে দামের দিক থেকে হুন্ডাই আয়োনিক ৫-এর মডেলের সঙ্গে পাল্লা দেবে এই সেডান। তবে এই BYD Seal-এর মডেলটি যদিও SUV গাড়ি নয়।


২০২৩ সালের অটো এক্সপোতে দেখানো হয়েছিল এই BYD Seal-এর গাড়িটি। টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী এই বিওয়াইডি সিলের সেডান। এতে রয়েছে 82.5kWh ব্যাটারি প্যাক, কিন্তু এর ইন্টিরিয়র অনেকটাই আলাদা, বলা যায় ইন্টিরিয়রে বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই গাড়ি (BYD Seal)। ভরপুর ফিচার্সে ঠাসা বিওয়াইডি সিলের সেডান, প্রিমিয়াম প্যাকড সেডান। এর যা দাম সেখানে অন্যান্য প্রিমিয়াম গাড়ির সঙ্গে এটি প্রতিযোগিতায় নামবে ঠিকই, যেখানে এর একটি নিজস্ব ট্রেডমার্ক হচ্ছে রোটেটিং ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন, প্যানোরমিক সানরুফ, ১২-স্পিকার অডিয়ো সিস্টেম, স্পোর্ট সিটস। এই সিলের মধ্যে আদপে ইন্টিগ্রেটেড ফ্রাঙ্ক রয়েছে যা কিনা অতিরিক্ত ১২ লিটারের স্পেস নিয়ে এসেছে ফ্রন্টে এবং রিয়ারে রয়েছে ৪০০ লিটারের লাগেজ স্পেস।


গাড়ির ক্ষমতার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী গাড়ি (BYD Seal), এখানে মাত্র ৩.৮ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠে যেতে পারে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 530bhp। বলা ভাল এটি আদপে লো স্লাং, হাই এন্ড সেডান, আর এর কারণেই আরও বেশি করে বিওয়াইডি সিলের এই মডেলটি প্রিমিয়াম সেডানের পর্যায়ে উন্নীত হয়েছে।


আশা করা যাচ্ছে আগামী মার্চ মাসের মধ্যেই ভারতের বাজারে এসে যাবে বিওয়াইডি সিলের প্রিমিয়াম সেডান (BYD Seal)। বলা ভাল এটি আদপে অত্যন্ত শক্তিশালী ইভি যা কিনা একমাত্র গাড়ি ৭০০ কিমি রেঞ্জ সম্পন্ন। বর্তমানে BYD-র আরও দুটি মডেল রয়েছে- Atto 3 SUV এবং spec e6 MPV। বিশ্বের বাজারে আরও অনেক ইভি নিয়ে এসেছে BYD, তবে ভারতের বাজারেও ধীরে ধীরে এই গাড়ির চাহিদা বাড়ছে। লাক্সারি সেডান স্পেসে এবার প্রতিযোগিতায় নামতে চলেছে BYD Seal।


তবে এর আগে জানা গিয়েছিল ভারতের বাজারে এই বছরই আসতে চলেছে Citroen C3X sedan। র‍্যাডিকাল স্টাইলিং থিম থাকছে এতে, পাশাপাশি SUV-এর মতোই ভালরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্সও থাকছে এখানে। এই সেডানের সঙ্গে প্রতিযোগিতা করবে কি BYD Seal-এর মডেল ?


আরও পড়ুন: Top 5 Upcoming Cars: ২০২৪-এ বাজার কাঁপাবে এই পাঁচটি গাড়ি! আপনার পছন্দ কোনটা?


Car loan Information:

Calculate Car Loan EMI