Nissan Magnite SUV: বেশ কিছু সময় ধররে দেশের বাজারে এসইউভি গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। ২০২৪ সালের প্রথমার্ধের হিসেবে দেখা যায় দেশে মোট গাড়ি বিক্রির প্রায় ৫২ শতাংশই দখল করে রেখেছে এসইউভি (SUV Cars) গাড়িগুলি। আর অগাস্টে গাড়ির বাজারে পরপর প্রচুর ছাড়ের সুযোগ রয়েছে। নতুন এসইউভি কিনতে গেলেও আপনি পাবেন বিপুল ছাড়। ৬ লাখ টাকার গাড়িতে সর্বোচ্চ ১.৫ লাখ টাকার ছাড় পাবেন আপনি। জাপানি গাড়ি নির্মাতা সংস্থা নিসান (Nissan Magnite SUV) তাদের গাড়িতে বিপুল ছাড় নিয়ে এসেছে। শুধুমাত্র অগাস্ট মাসের জন্যই থাকবে এই অফার।


জাপানি গাড়ি নির্মাতা সংস্থা নিসান তাদের ম্যাগনাইট এসইউভিতে এবার অগাস্ট মাসের জন্য বিপুল ছাড় দিচ্ছে। ৮২ হাজার ৬০০ টাকার ছাড় পাবেন গাড়ির দামে। তবে এই গাড়ির সিএসডি ভার্সনের এক্স শোরুম দাম রয়েছে ৫.৯৯ লাখ টাকা। তবে নিসানের টপ এন্ড মডেলের দাম ধার্য করা হয়েছে ৭.৮২ লাখ টাকা। এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা এই গাড়ি কিনলে ১.৫৩ লাখ টাকার ছাড় পাবেন।


নিকটবর্তী ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করুন


নিসানের এই অফারে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট ইত্যাদি। গ্রাহকরা চাইলে তাদের নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকী সংস্থার ওয়েবসাইট থেকেও আপনি এই গাড়ি এবং এর ছাড়ের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন। দেখে নেওয়া যাক নিসানের ম্যাগনাইট এসইউভির কী কী ফিচার্স আছে।


এই ম্যাগনাইট এসইউভিতে থাকছে দুটি পেট্রোল ইঞ্জিনের বিকল্প, একটি ১ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন যাতে ৭২ পিএস শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন হয়। নিসানের এই গাড়িতে একটি ১ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে, ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে আর রয়েছে একটি সিভিটির ফিচার্স।


কী কী ফিচার্স নিসান ম্যাগনাইট এসইউভিতে


নিসান ম্যাগনাইট এসইউভিতে আপনি পাবেন একটি ৮ ইঞ্চির টাচস্ক্রিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যা আবার ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে আসে বাজারে। এতে রয়েছে অ্যাপল কার প্লে, এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, অটো এয়ার কন্ডিশনিং তাও আবার রিয়ার ভেন্টের সঙ্গে। এছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ওয়্যারলেস ফোন চার্জার, এয়ার পিউরিফায়ার, জেবিএল স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইটিং, পাডল ল্যাম্প ইত্যাদি।


সেফটি ফিচার্সের মধ্যে নিসান ম্যাগনাইটে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হিল স্টার্ট অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কনট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৬ লাখ টাকা থেকে শুরু, টপ এন্ড মডেলের দাম ১১.০২ লাখ পর্যন্ত রয়েছে।



আরও পড়ুন: Maruti Suzuki: অগাস্টে বিপুল ছাড়, ১ লাখ টাকা সস্তায় পাবেন মারুতির এই জনপ্রিয় গাড়ি


Car loan Information:

Calculate Car Loan EMI