সোমনাথ চট্টোপাধ্যায়: মাঝেমধ্যে এই দৈনন্দিন জীবন থেকে ছুটি পেতে চলে যেতে হয় দূরে, একটা কোনও রোড ট্রিপে, লং ড্রাইভে। আর এই ইচ্ছে হওয়ার জন্যেই আমরা গিয়েছিলাম ভারতের প্রথম ফরেস্ট রিট্রিট ট্রিপে তাও আবার ভারতের সবথেকে বড় এসইউভি (SUV Cars) সঙ্গে নিয়ে। মডেলটির নাম লেক্সাস এলএক্স যা বিশ্বে বিপুল জনপ্রিয়তায় বিক্রি হয়, কিন্তু দেশের মধ্যে খুব কম সংখ্যায় দেওয়া হয়েছে। খুব কমই কিনতে পাওয়া যায়। আর এই গাড়ির (Lexus LX Car News) দক্ষতা কেমন তা যাচাই করে দেখার জন্য একে নিয়ে রোড ট্রিপে যাওয়া সবথেকে ভাল সিদ্ধান্ত। দৈর্ঘ্যে এই গাড়ি ৫ মিটার লম্বা এবং এর গ্রিল এতই বড় যে তাতে একটা ছোট গাড়ি অনায়াসে ঢুকে যেতে পারে। আমাদের দেখা সবথেকে বড় গ্রিল রয়েছে এই গাড়িতেই।
সামনের দিকে এই গাড়িটি অনেকটাই বড়, লম্বা, একটা স্ট্যান্সও আছে এতে। আর বাকি অংশটা পুরোটাই ধরাবাঁধা ওল্ড স্কুল ঘরানার ডিজাইনে ভরা। ল্যান্ড ক্রুজারের কথা ধরলে এই লেক্সাস এলএক্স মডেলটিকে ক্রুজারের লাক্সারিয়াস (Lexus LX Car News) সহোদর বলা চলে। আর এর চাকাগুলি ২২ ইঞ্চির চাকা, ফলে বোঝাই যাচ্ছে কত আকারে বড় এটি। আমাদের এই রোড ট্রিপ ছিল ৭ ঘণ্টার। দিল্লির রাস্তায় এই বড় গাড়ি নিয়ে বেরনো খুবই অন্যরকম একটা ব্যাপার। নিজেকে সাবধানেও থাকতে হয় আর গাড়ির ভিতর ড্রাইভার সিটে বসলে মনে হয় যেন নিজে কোনও বড় জাহাজ চালাচ্ছি।
এতে আছে ৩.৩ লিটার টুইন টার্বো পেট্রোল ইঞ্জিন, রয়েছে ভি ৬ ইঞ্জিন যা কিনা ৩০০ বিএইচপি প্লাস এবং ৭০০ এনএম ক্ষমতা সম্পন্ন। আর এটিতে বেশ ভাল গতি ওঠে। এর আকার এবং অনেক ওজন থাকা সত্ত্বেও লেক্সাস এলএক্স (Lexus LX Car News) গাড়িটি সবদিকে সমানভাবে বেশ ভালভাবেই চালানো যায়। এর অনেক বড় ফুয়েল ট্যাঙ্ক থাকা সত্ত্বেও এর মাইলেজ প্রতি লিটারে ৮ কিমি যথাযথ বলেই মনে হয়। এত বড় আকারের গাড়ি চালাতে ফুয়েল এফিসিয়েন্সি এটা যথাযথ। আমরা গিয়েছিলাম চণ্ডীগড়ের উত্তর পশ্চিম দিকে, রাস্তা ছিল খুবই সরু। আর এতেই বোঝা গেল এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে কীভাবে এই বিঘত আকারের গাড়ি সামলানো যায়। এর মধ্যে থাকা ইস প্লাস সারাউন্ড ক্যামেরা এই গাড়িকে একটা অন্য মাত্রা দেয়, সরু রাস্তায় চালাতেও সেক্ষেত্রে কোনও সমস্যা হয় না। অফ রোডার হিসেবে বেশ জনপ্রিয় এই গাড়িটি যার দাম শুরু হচ্ছে ৩ কোটি টাকা থেকে।
আরও পড়ুন: Ather Rizta scooter: অন্যদের থেকে আলাদা, এথার রিজতায় আছে এই সেরা ৫ বৈশিষ্ট্য
Car loan Information:
Calculate Car Loan EMI