ACKO Report: দেশের কোথায় কোথায় গাড়ি চুরি সবথেকে বেশি হয় ? সমীক্ষায় দেখা গিয়েছে দিল্লি এনসিআরে সবথেকে বেশি গাড়ি চুরি হয়। মারুতি ওয়াগন আর, মারুতি সুইফটের মত গাড়ি বেশি চুরি হতে দেখা গিয়েছে সমীক্ষায়। আরও কী বলছে এই সমীক্ষার প্রতিবেদনে ? ACKO-র দ্বিতীয় সমীক্ষা 'Theft and The City 2024' থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে, ২০২২ থেকে ২০২৩ সালে সারা দেশে গাড়ি চুরির হার বেড়ে গিয়েছে ২ শতাংশ আর দিল্লি আছে এই তালিকার সবার শীর্ষে।


গাড়ি চুরির মাত্রা বেড়েছে


দিল্লির পরেই উঠে আসছে চেন্নাই ও বেঙ্গালুরুর নাম। এই দুটি শহরেই গাড়ি চুরির মাত্রা বেড়ে গিয়েছে। চেন্নাইতে ২০২২ সালে যেখানে ৫ শতাংশ গাড়ি চুরি হত, সেখানে ২০২৩ সালে চুরির মাত্রা বেড়ে হয়েছে ১০.৫ শতাংশ আর বেঙ্গালুরুতে যেখানে ২০২২ সালে চুরি হত ৯ শতাংশ গাড়ি, সেখানে ২০২৩ সালে ১০.২ শতাংশ গাড়ি চুরি হয়েছে বলেই দেখা যাচ্ছে ACKO-র প্রতিবেদনে।


কলকাতায় তুলনায় কম চুরির হার


অন্যদিকে হায়দরাবাদ, মুম্বই ও কলকাতায় গাড়ি চুরির হার অত্যন্ত কম। ২০২২ সালে এই সংস্থার প্রথম সংস্করণের প্রতিবেদন প্রকাশ পেয়েছিল, যেখানে প্রতি বছর ভারতের কোথায় কোথায় গাড়ি চুরির মাত্রা বাড়ে তা তুলে আনা হয়।


এই শহরে চুরি সবথেকে বেশি হয়


অন্যান্য শহরের তুলনায় দিল্লির ভজনপুরা, উত্তমনগর এই গাড়ি চুরির ঘটনায় সবথেকে এগিয়ে আছে। ২০২২ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, শাহদরা, পাটপারগঞ্জ এবং বদরপুর এই তিনটি এলাকায় সবথেকে বেশি গাড়ি চুরি হয়েছে।


প্রতিদিন চুরি হয় ১০৫টি গাড়ি


সংবাদসূত্রে জানা গিয়েছে, দিল্লিতে প্রতি ১৪ মিনিটে একটি করে গাড়ি চুরি হয়। ২০২৩ সালে দেখা গিয়েছে প্রতিদিন ১০৫টি করে গাড়ি চুরির তথ্য জমা হয়েছে। এমনকী বেশিরভাগ গাড়িই মূলত রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার চুরি হয়ে থাকে।


বেশি চুরি হয় মারুতি গাড়ি


প্রতিবেদনে দেখা গিয়েছে যে, সমস্ত চুরি হওয়া গাড়ির মধ্যে ৪৭ শতাংশ গাড়িই মারুতি সুজুকি। যে সমস্ত গাড়ির চাহিদা বাজারে সবথেকে বেশি আর যে গাড়িগুলি তুলনায় দেরিতে ডেলিভারি হয়, সেগুলিই বেশি চুরি হয়। এই তালিকায় আছে মারুতি ওয়াগন আর, মারুতি সুইফট আর তারপরেই আছে হুন্ডাই ক্রেটা, হুন্ডাই গ্র্যান্ড আই টেন, মারুতি সুইফট ডিজায়ার ইত্যাদি।  


তথ্যসূত্র- ACKO প্রতিবেদন 


আরও পড়ুন: New EV Policy: ইভি নির্মাণের ক্ষেত্রে আসছে নতুন নীতি, কমে যাবে আমদানি কর- আরও কী বদল ?


Car loan Information:

Calculate Car Loan EMI