Cars: ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই আগ্রহ বাড়ছে এই গাড়ি ঘিরে। হুন্ডাই এক্সটার (Hyundai Exter) এসইউভি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন কার ব্লগাররা। এই পাঁচটি কারণে গাড়িটি (Auto)ঘরে নিয়ে আসতে পারেন আপনি।
সম্প্রতি, Hyundai Motor ভারতে তার সবচেয়ে ছোট SUV Exeter লঞ্চ করেছে। এই গাড়িতে অনেক সেগমেন্ট ফার্স্ট ফিচার দেওয়া হয়েছে। গাড়ির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে। এতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সিএনজির বিকল্পও রয়েছে। কোম্পানির লাইনআপে এক্সটারকে ভেন্যুর নীচে রেখেছে হুন্ডাই । জেনে নিন, এক্সটারের সেরা ৫টি বৈশিষ্ট্য, যা এই SUVটিকে সেগমেন্টের অন্যান্য গাড়ি থেকে আলাদা করে তুলেছে।
Auto: ৬টি এয়ারব্যাগ রয়েছে গাড়িতে
নতুন এক্সেটার এসইউভি স্ট্যান্ডার্ড হিসাবে ৬টি এয়ারব্যাগ সহ আসে, যা এই বিভাগে অন্য কোনও এসইউভিতে দেখা যায় না। নিরাপত্তার দিক থেকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর EX (O) ভেরিয়েন্ট ছাড়াও ESC এর সঙ্গে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য। এক্সেটারের বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র ডুয়াল এয়ারব্যাগ বা চারটি এয়ারব্যাগ পায়, তাই এক্সেটার অন্যান্য মিনি এসইউভি থেকে আলাদা।
Automobile: সানরুফ পাবেন এক্সটারে
এই সেগমেন্টে প্রথমবার সানরুফ ফিচার দেখা যাচ্ছে। সাধারণত, এই বৈশিষ্ট্যটি এর টপ ভেরিয়েন্টে দেখা যায়। সেগমেন্টে প্রথমবার এক্সেটারে সানরুফ দেওয়া হয়েছে। আপনি হিন্দির সঙ্গে ইংরেজি কমান্ডের ভয়েস কমান্ডের মাধ্যমেও এটি পরিচালনা করতে পারেন। এটিতে একটি সিঙ্গল সানরুফ রয়েছে।
Hyundai Exter: ড্যাশক্যাম রয়েছে গাড়িতে
Dashcam আধুনিক গাড়ির একটি ক্রমবর্ধমান জনপ্রিয় বৈশিষ্ট্য যা এক্সেটারে পাওয়া যায়। এই ড্যাশক্যামে অনেক রেকর্ডিং মোডও দেওয়া আছে।এক্সেটার তার সেগমেন্টের অন্যান্য গাড়ির মতো একই AMT ট্রান্সমিশন পায়। এতে প্যাডেল শিফটারের একটি নতুন বৈশিষ্ট্যও রয়েছে। যা SX এবং এর ওপরের মডেলে দেওয়া আছে। বর্তমানে এক্সেটার হল একমাত্র AMT গাড়ি যা প্যাডেল শিফটারের সঙ্গে আসে।
Auto: একাধিক ভাষার সাপোর্ট করে
ইংরেজি ছাড়াও এক্সেটারে ১০টি আঞ্চলিক ভাষার সাপোর্ট সহ একটি বহু-ভাষা ব্যবহারকারী ইন্টারফেস রয়েছে। যার ফলে ভয়েজ কমান্ড অনেক ভাষায় দিতে পারবেন আপনি। এই বৈশিষ্ট্য থাকায় এক্সটার বাকি এই বিভাগের গাড়ির থেকে অনেকটাই এগিয়ে থাকবে। দামের কারণেও অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারবে এই গাড়ি।
আরও পড়ুন : Auto: ইলেকট্রিক বাইক আনতে পারে ওলা ! ১৫ অগাস্ট নতুন ধামাকা
Car loan Information:
Calculate Car Loan EMI