Best Cars in 10 Lakh Rupees: চলতি বছরে বহু গাড়ি লঞ্চের সাক্ষী থেকেছে দেশ। পুজোর সময় ভারতের বাজারে বিক্রি শুরু হবে আরও কিছু গাড়ির। এই সময় আপনিও গাড়ি কিনতে চাইল দেখতে পারেন ১০ লাখের মধ্যে এই গাড়িগুলি।


মারুতি গ্র্যান্ড ভিটারা


মারুতি সুজুকি তাদের বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা এই সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে চলেছে। এই গাড়ির দাম 9.35 লক্ষ থেকে 19 লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই মারুতির গাড়িটিকে টয়োটা আরবান ক্রুজার হাইরাইডারের মতো একটি গ্লোবাল সি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই গাড়িটি প্রতি লিটারে 28 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এটি একটি অল হুইল ড্রাইভ সিস্টেমও পাবে।


নেক্সট-জেন হুন্ডাই ভার্না


পরবর্তী প্রজন্মের Hyundai Verna সম্প্রতি রাস্তায় পরীক্ষা শুরু করেছে। আগামী বছরের মধ্যে এই সেডান গাড়ি লঞ্চ করতে পারে সংস্থাটি। গাড়ির ডিজাইন কোম্পানির নতুন Elantra ও Sonata-র গ্লোবাল ভার্সনের সঙ্গে অনেকটাই মিলে যায়। এই গাড়ির অন্দরসজ্জা বর্তমান মডেল থেকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। এই গাড়িটি ADAS সুরক্ষা সিস্টেম দিয়ে সজ্জিত হতে পারে। 


মারুতি সুজুকি ব্রেজা


মারুতি এই গাড়িটি কিছুদিন আগে লঞ্চ করেছে। বর্তমানে এই গাড়িতে অনেকেই আগ্রহ দেখাচ্ছে।এই গাড়ি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনে চলে। যা 101.65 bhp শক্তি উৎপন্ন করে। এই গাড়িটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ। এই গাড়িটি এক লিটার পেট্রোলে 20.15 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই গাড়ির এক্স-শোরুম দাম 7.99 লক্ষ থেকে 13.96 লক্ষ টাকার মধ্যে। 


Discount Offers on Hyundai Cars: পুজোতে নতুন গাড়ি কিনতে চাইলে এটাই সেরা সময়। হুন্ডাই আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। এই ছাড়ের সুবিধা নিয়ে আপনি কোম্পানির নির্বাচিত গাড়ি কেনার ক্ষেত্রে বিপুল সাশ্রয় করতে পারেন। 


কোম্পানির এই অফারে Aura, i20, Hyundai Grand i10 Nios-এর মতো মডেলগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানির এই অফারটি কেবল সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পাওয়া যাবে। জেনে নিন, কোন মডেলে কত ছাড় পাবেন।


Hyundai i20 


Hyundai i20 ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন, ১.২ লিটার কাপ্পা পেট্রোল ইঞ্জিন ও ১.০ লিটার টার্বো জিডিআই পেট্রল ইঞ্জিনের তিনটি বিকল্পে পাওয়া যায়। হুল্ডাই এই গাড়িতে ১০,০০০ টাকার নগদ ছাড়, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে। এই গাড়িতে কোনও কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না। আই-২০ কেনার জন্য মোট আপনি মোট ২০ হাজার টাকা সঞ্চয় করতে পারবেন।



Car loan Information:

Calculate Car Loan EMI