হুন্ডাই ভেনু এন লাইন- হুন্ডাইয়ের এন লাইন ব্র্যান্ডে বর্তমানে রয়েছে আই২০ মডেল, যা পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত। তবে এবার হুন্ডাইয়ের এই নতুন সাব-ব্র্যান্ডে নয়া সংযোজন ভেনু এন লাইন। এই এন লাইন মডেলের ক্ষেত্রে শুধু স্টাইল বা ফিচার আপডেট করা হয়নি। বরং পারফরম্যান্সের দিক থেকেও নজর কেড়েছে এই গাড়ি। আই২০ এন মডেলে যেসব পরিবর্তন রয়েছে তা লক্ষ্য করা গিয়েছে হুন্ডাই ভেনু এন লাইন গাড়িতেও। স্পোর্টি লুকের পাশপাশি সাবকমপ্যাক্ট এসইউভি হিসেবে এই সাবকমপ্যাক্ট এসইউভি গাড়িতে রয়েছে একটু আলাদা রকমের বৈশিষ্ট্য।


স্ট্যান্ডার্ড ভেনু এবং এন লাইন- ডিজাইনের দিক থেকে হুন্ডাইয়ের এই দুই সাব-ব্র্যান্ড মডেল বেশ আলাদা। হুন্ডাই ভেনু এন লাইন মডেলে রয়েছে একটি ডার্ক ক্রোম গ্রিল, একটি টেলগেট স্পয়লার, বাম্পারে আবার সাজানো রয়েছে লাল হাইলাইট, রুফ রেল, সাইড সিল এবং ফেন্ডার। এছাড়াও রয়েছে নতুন ১৬ ইঞ্চির দায়মন্ড কাট অ্যালয় এবং তার উপর এন ব্র্যান্ডিং লেখা। front brake caliper- এর উপরে রয়েছে লাল ছাপ।


ইন্টিরিয়র- ঝাঁচকচকে কেবিন লুকের সঙ্গে রয়েছে নতুন স্টিয়ারিং হুইল। কালো রঙের উপর লাল রঙের হাইলাইট দেখা যাবে গাড়ির ভিতরের বিভিন্ন অংশে। সিটের ডিজাইন ও লুকেও রয়েছে স্পোর্টি লুকস। আর রয়েছে নতুন গিয়ার শিফটার।

ড্রাইভিং এক্সপিরিয়েন্স- হুন্ডাই ভেনু এন লাইনের আসল আকর্ষণ হল এই গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ১.০১ টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে যার সাহায্যে 120bhp এবং 172 Nm শক্তি উৎপন্ন হবে। এছাড়াও রয়েছে একটি 7-speed DCT automatic ফিচার। তবে স্ট্যান্ডার্ড ভেনু মডেলের থেকে এই গাড়ি অনেকটাই আলাদা। এখানে রয়েছে dual exhaust ফিচার। এই গাড়ির ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী, ফলে গাড়ি চালিয়ে আরাম পাবেন চালক, উপভোগও করবেন। যথেষ্টই শক্তিশালী এই গাড়ি। আগের মডেলের তুলনায় অনেক উন্নত। ফলে এই সাব-কমপ্যাক্ট এসইউভি চালাতে গেলে প্রচুর পরিমাণ জ্বালানিও খরচ হয় না। হুন্ডাই ভেনু এন লাইন মডেলের নতুন 7-speed DCT আগের তুলনায় অনেক স্মুদ এবং স্লিক। এই গাড়ির বিভিন্ন ড্রাইভ মোডও বেশ নজরকাড়া। তাই একথা বলাই যায় exhaust, suspension এবং driving experience- এর নিরিখে হুন্ডাই ভেনু এন লাইন গাড়ি আগের তুলনায় অনেক উন্নত, আপডেটেড ও আধুনিক সাব-কমপ্যাক্ট এসইউভি। স্ট্যান্ডার্ড ভার্সানের তুলনায় এই গাড়ি অনেকটাই উন্নত। এখানে নেই কোনও ম্যানুয়াল গিয়ারবক্স। পারফরম্যান্সের দিক থেকে এই গাড়ি নজরকাড়া।


আরও পড়ুন- বিশ্বের প্রথম 'উড়ন্ত বাইক', ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া


Car loan Information:

Calculate Car Loan EMI