Xiaomi Electric Car: স্মার্টফোন, টেলিভিশন এবং ভ্যাকুয়াম ক্লিনারের পর এবার প্রথমবারের জন্য ইলেকট্রিক গাড়ি (Electric Car) লঞ্চ করতে চলেছে শাওমি (Xiaomi)। সম্প্রতি শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি ফাঁস হয়ে গিয়েছিল অনলাইনে। মুহূর্তে তা ভাইরালও হয়ে যায়। এই নিয়ে গত কয়েকদিনে বেশ জলঘোলাও হয়েছে। যে সংস্থা এই কাণ্ড ঘটিয়েছে তাদের ১ মিলিয়ন ইউয়ান জরিমানাও দিতে হচ্ছে। শাওমি এমএস১১ ইলেকট্রিক গাড়ির ছবি চিনেরই একটি ভেন্ডর ফাঁস করে দিয়েছিল অনলাইনে।তাদেরকেই এবার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় টাকার পরিমাণ প্রায় ১.২২ কোটি। চুক্তি ভেঙে শাওমির ইলেকট্রিক গাড়ির ছবি অনলাইনে ফাঁস করে দিয়েছিল ওই চিনা সংস্থা। তার জেরেই ঘটেছে এত কাণ্ড। উল্লেখ্য, শামির ইলেকট্রিক গাড়ির একটি টিজার ফাঁস হয়েছিল।

শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি

শাওমি এমএস১১ খুব তাড়াতাড়িই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও অনুমান, ২০২৪ সাল নাগাদ গাড়ি তৈরির কাজ শুরু হয়ে যাবে। গতবছরের শেষের দিকে অটো এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ভারতে। সেখানে চিনের গাড়ি নির্মাণকারীর সংস্থার তৈরি BYD Seal ইলেকট্রিক সেডান প্রকাশ্যে এসেছিল। সেই গাড়ির আদলেই অনেকটা তৈরি করা হচ্ছে শাওমির প্রথম ইলেকট্রিক এমএস১১। চার দরজার এই ইলেকট্রিক সেডান গাড়িতে থাকতে পারে একটি এরোডায়নামিক silhouette। গাড়ির সামনের অংশে থাকতে পারে এলইডি লাইট ডিসপ্লে। শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি বাইরের অংশের ডিজাইনের নিরিখে McLaren 720S গাড়িকে মনে করাতে পারে। 

এই গাড়িতে বড় আকার আয়তনের উইন্ডশিল্ড এবং সাইড গ্লাস এরিয়া থাকতে পারে। এছাড়াও থাকতে পারে প্যানোর‍্যামিক সানরুফ। গাড়ির প্রায় পিছনের অংশ পর্যন্ত বিস্তৃত থাকবে এই সানরুফ। চাকার মাঝখানে থাকবে শাওমির লোগো। গাড়ির পিছনের অংশের লাইটের ডিজাইন হবে অনেকটা Aston Martin- এর মতো। শোনা যাচ্ছে, শাওমি সংস্থা তাদের ইলেকট্রিক গাড়ি ডেভেলপ করার একদম সর্বোচ্চ স্তরে রয়েছে। শীতের সময়ে বেশ কয়েকবার চিনের রাস্তায় এই গাড়িকে টেস্ট ড্রাইভ করতে দেখা গিয়েছে। শাওমি সংস্থা তাদের ইলেকট্রিক গাড়ির মোটোর নিজে তৈরি করলেও ব্যাটারি নেবে CATL এবং BYD- এই দুই সংস্থার থেকে। একবার চার্জ দিলে শাওমির ইলেকট্রিক গাড়ি প্রায় ১০০০ কিলোমিটার সফর করতে পারবে বলে অনুমান করা হচ্ছে। ২০২১ সালেই শাওমি সংস্থা জানিয়েছিল যে তারা ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় প্রবেশ করতে চলেছে। অনুমান, এবার বেশ তাড়াতাড়িই শাওমির ইলেকট্রিক গাড়ি লঞ্চ হবে।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেট ! দাম ১৩২ কোটি টাকা,কারণ কী জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI